এলিজাবেথ ব্যারেটকে লেখা রবার্ট ব্রাউনিং এর প্রেমের চিঠি
প্রিয় মিস ব্যারেট,
আপনার কবিতাগুলো সারা অন্তর দিয়ে আমি ভালবাসি……, আপনি হয়তো জানেন না।একবার আপনার সঙ্গে আমার দেখা হওয়ার উপক্রম হইছিল।আপনার আত্মীয় মি. কিনিয়ন আমাকে প্রস্তাব করেছিলেন, “আপনি কি মিস ব্যারেটের সঙ্গে দেখা করবেন?” তারপর তিনি আমাদের দেখা করবার ব্যবস্থা করতে গিয়ে ফিরে এসে বললেন, আপনি নাকি তখন কাউকে সাক্ষাৎ দেবার মতো সুস্থ ছিলেন না।সে আজ কয়েক বছর আগের কথা।
সেদিনের কথা মনে পড়লেই আমার মনে হয়- যেন কোনো এক দূরদেশে ঘুরে বেড়াতে বেড়াতেই আমি এমন এক জায়গায় এসে পড়েছিলাম,যেখানে একটি পরম বিস্ময় লুকিয়ে আছে একটি মাত্র পর্দার অন্তরালে।কিন্তু শুধু সামান্য একটু বাধার জন্যই যেনবা দরজাটা অর্ধেক খুলে গিয়েও আবার বন্ধ হয়ে গেল।হাজার হাজার মাইল দূরে ফিরে এলাম আমি নিজের ঘরে, কিন্তু বিশ্বের সেই পরম বিস্ময়, তা আমার না দেখাই রয়ে গেল।……
-রবার্ট ব্রাউনিং
Read More: