এলিজাবেথকে লেখা রবার্ট ব্রাউনিং এর প্রেমের চিঠি

এলিজাবেথকে লেখা রবার্ট ব্রাউনিং এর প্রেমের চিঠি

এলিজাবেথ ব্যারেটকে লেখা রবার্ট ব্রাউনিং এর প্রেমের চিঠি

রবার্ট ব্রাউনিং এবং তার স্ত্রী এলিজাবেথ ব্যারেট ভিক্টোরিয়ান যুগের প্রথম শ্রেণির কবি।এই কবিদম্পতি প্রেম করে বিয়ে করেছিলেন।তাদের প্রেম- কাহিনীর অসাধারণ বিশেষত্ব শুধু ইংরেজি সাহিত্যেই নয়, বিশ্ব সাহিত্যের ইতিহাসেও অম্লান হয়ে আছে।নিম্নে এলিজাবেথ ব্যারেটকে লেখা রবার্ট ব্রাউনিং এর প্রেমের চিঠি দেওয়া হলো-


প্রিয় মিস ব্যারেট,

আপনার কবিতাগুলো সারা অন্তর দিয়ে আমি ভালবাসি……, আপনি হয়তো জানেন না।একবার আপনার সঙ্গে আমার দেখা হওয়ার উপক্রম হইছিল।আপনার আত্মীয় মি. কিনিয়ন আমাকে প্রস্তাব করেছিলেন, “আপনি কি মিস ব্যারেটের সঙ্গে দেখা করবেন?” তারপর তিনি আমাদের দেখা করবার ব্যবস্থা করতে গিয়ে ফিরে এসে বললেন, আপনি নাকি তখন কাউকে সাক্ষাৎ দেবার মতো সুস্থ ছিলেন না।সে আজ কয়েক বছর আগের কথা।

সেদিনের কথা মনে পড়লেই আমার মনে হয়- যেন কোনো এক দূরদেশে ঘুরে বেড়াতে বেড়াতেই আমি এমন এক জায়গায় এসে পড়েছিলাম,যেখানে একটি পরম বিস্ময় লুকিয়ে আছে একটি মাত্র পর্দার অন্তরালে।কিন্তু শুধু সামান্য একটু বাধার জন্যই যেনবা দরজাটা অর্ধেক খুলে গিয়েও আবার বন্ধ হয়ে গেল।হাজার হাজার মাইল দূরে ফিরে এলাম আমি নিজের ঘরে, কিন্তু বিশ্বের সেই পরম বিস্ময়, তা আমার না দেখাই রয়ে গেল।……

-রবার্ট ব্রাউনিং


Read More:

Post a Comment

Please don't share any link.
© Bihongom . All rights reserved. Developed by Jago Desain