দর্শন (ফিলোসফি) সাবজেক্ট রিভিউ

দর্শন (ফিলোসফি) সাবজেক্ট রিভিউ

Philosophy Subject Review

মানুষের চর্মচক্ষুর পাশাপাশি অন্তর্চক্ষুও বিদ্যমান, এই অন্তর্চক্ষুর সাথে পরিচিত করানোই দর্শন সাবজেক্টের অন্যতম উদ্দেশ্য।দর্শন সাবজেক্ট রিভিউ নিম্নে তুলে ধরা হলঃ

দর্শন (ফিলোসফি) কি?

যা চর্মচক্ষু দিয়ে দেখা যায়না, অন্তরের চক্ষু দিয়ে দেখতে হয়, তাই দর্শন।দর্শন হচ্ছে জগতকে উপলদ্ধি বা জানার এক নতুন উপায় বা কৌশল।

দর্শনের কোর্সসমূহঃ

দর্শন সাবজেক্ট নিয়ে কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোর্স সমূহ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দর্শন সাবজেক্টের কোর্সসমূহ প্রায় এক, তবে অল্প কিছুটা ব্যতিক্রমও লক্ষ্য করা যায়।নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন সাবজেক্টের কোর্স সমূহ তুলে ধরা হলঃ

  • Introduction to philosophy
  • History of Western Philosophy
  • English Language
  • General Logic
  • Introduction to Ethics
  • Psychology
  • Political Philosophy
  • Economics
  • Symbolic Logic
  • Ancient Philosophical Classics: Plato and Aristotle
  • Sociology and Anthropology
  • Muslim Philosophy
  • Indian Philosophy
  • Social Philosophers
  • Moral Theories of Kant, Mill and Rawls
  • Modern Philosophical Classics: Hume and Kant
  • Philosophy of the Bengali
  • Philosophy of Mind
  • Philosophy of Education
  • Contemporary Western Philosophy
  • Philosophy of Religion
  • Philosophy of Science
  • Applied Philosophy
  • Theory of Knowledge
  • Research Methodology
  • Environmental Philosophy
  • Aesthetics

দর্শন সাবজেক্ট বাংলাদেশে কোথায় পড়ানো হয়ঃ

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দর্শন সাবজেক্ট পড়ানো হয়।ফিলোসফি সাবজেক্ট পড়ানো হয় এমন সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা নিচে তুলে ধরা হলঃ

সরকারি বিশ্ববিদ্যালয়ঃ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
  • বরিশাল বিশ্ববিদ্যালয় 
  • জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজ
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বেসরকারি বিশ্ববিদ্যালয়ঃ

আপাতত দর্শন সাবজেক্ট পড়ানো হয় এমন বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে পাওয়া যায় নি।পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দর্শন সাবজেক্ট চালু করা হলে তথ্য সংযোজন করা হবে।

দর্শন সাবজেক্ট নিয়ে বাংলাদেশে চাকরির সুযোগঃ

দর্শন সাবজেক্ট রিভিউ আর্টিকেলের একটি অন্যতম চমক হল দর্শন বা ফিলোসফি সাবজেক্ট নিয়ে বাংলাদেশে চাকরির সুযোগ।দর্শন সাবজেক্ট পড়ে বাংলাদেশে টেকনিক্যাল ও ননটেকনিক্যাল ফিল্ডে চাকরির সুযোগ বিদ্যমান।নিচে দর্শন সাবজেক্ট নিয়ে টেকনিক্যাল চাকরির তালিকা তুলে ধরা হলঃ

টেকনিক্যাল চাকরিঃ

  • দর্শন সাবজেক্ট নিয়ে পড়ে সরকারি-বেসরকারি স্কুল পর্যায়ে শিক্ষকতার সুযোগ পাওয়া যায়।যেমনঃ সহকারী শিক্ষক(সামাজিক বিজ্ঞান)
  • সরকারি কলেজ শিক্ষকতাঃ প্রভাষক(দর্শন)
  • সরকারি শিক্ষক-প্রশিক্ষণ কলেজে শিক্ষকতাঃপ্রভাষক( প্রফেশনাল ইথিক্স)
  • বেসরকারি কলেজে শিক্ষকতা
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতাও ফিলোসফি সাবজেক্টের অন্যতম আকর্ষণীয় চাকরি
  • দর্শন বিষয়ক কনটেন্ট রাইটার
  • ইত্যাদি

নন টেকনিক্যাল চাকরিঃ

এতক্ষণ ফিলোসফি সাবজেক্টের টেকনিক্যাল চাকরি নিয়ে কথা বললাম। এবার বলব, ফিলোসফি সাবজেক্টের নন টেকনিক্যাল চাকরির সুযোগ নিয়ে। নিচে দর্শন সাবজেক্টের নন টেকনিক্যাল চাকরির সুযোগ নিয়ে পর্যালোচনা করবঃ

  • দর্শন সাবজেক্টের শিক্ষার্থীরা অনায়াসে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে জেনারেল ক্যাডার এবং নন ক্যাডার হিসেবে চাকরি পেতে পারে।
  • সরকারি -বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সহজেই চাকরির সুযোগ পেয়ে থাকে অন্যান্য সাবজেক্টের শিক্ষার্থীদের মত।
  • তাছাড়া দর্শন সাবজেক্টের শিক্ষার্থীরা কর্পোরেট চাকরিসহ আন্তর্জাতিক চাকরিসমূহে নিয়োগ পেতে পারে নিজ দক্ষতাবলে।

বি. দ্র. সব নন টেকনিক্যাল চাকরির বেলায় যোগ্যতা হিসেবে চাওয়া হয় শুধুই স্নাতক পাশ।নন টেকনিক্যাল চাকরিতে কোন সাবজেক্টকে অগ্রাধিকার দেওয়া হয় না। যেকোন সাবজেক্টে পড়াশুনা করে নন টেকনিক্যাল চাকরি পাওয়া যায়।

দর্শন সাবজেক্ট পড়ে উচ্চশিক্ষাঃ

দর্শন সাবজেক্ট রিভিউ আর্টিকেলের অন্যতম আকর্ষণ হল দর্শন সাবজেক্ট পড়ে উচ্চশিক্ষা। দর্শন নিয়ে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রী বিদ্যমান। নিচে দর্শন সাবজেক্ট পড়ে পরবর্তীতে উচ্চশিক্ষা গ্রহণ করা যায় এমন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উদাহারণ লিংকসহ দেওয়া হলঃ

বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও দর্শন নিয়ে মাস্টার্স, এমফিল ও পিএইচডি কোর্স সম্পন্ন করা যায়।


আজ এই পর্যন্ত ছিল দর্শন সাবজেক্ট রিভিউ।অন্যান্য সাবজেক্ট রিভিউ পড়তে চাইলে