কোন কোন সাবজেক্টে শিক্ষা ক্যাডার আছে

কোন কোন সাবজেক্টে শিক্ষা ক্যাডার আছে

শিক্ষা ক্যাডারের সাবজেক্টসমূহ

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ  ক্যাডার সার্ভিস হল শিক্ষা ক্যাডার।যারা শিক্ষকতা পছন্দ করেন,যারা ভ্যাকেশন চান, যারা নিজের মত করে কিছু সময় কাটাতে চান; তাদের প্রথম পছন্দ হল শিক্ষা ক্যাডার। তাছাড়া অনেক নারী শিক্ষার্থীদেরও প্রথম পছন্দ থাকে শিক্ষা ক্যাডার।

কোন কোন সাবজেক্টে শিক্ষা ক্যাডার আছে 

বাংলাদেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক সাবজেক্ট চালু আছে। তাদের মধ্যে কিছু  সাবজেক্টে শিক্ষা ক্যাডার সুবিধা  থাকলেও অনেক সাবজেক্টেই শিক্ষা ক্যাডার সুবিধা নেই।তাই আজকের আর্টিকেলটি সাজিয়েছি একটি  গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই গুরুত্বপূর্ণ বিষয় হল  কোন কোন সাবজেক্টে শিক্ষা ক্যাডার আছে বা শিক্ষা ক্যাডারের সাবজেক্টসমূহ নিয়ে।নিম্নে শিক্ষা ক্যাডারের সাবজেক্টসমূহ বিভিন্ন অনুষদে ভাগ করে নিচে তুলে ধরা হলঃ

শিক্ষা ক্যাডার আছে এমন কলা অনুষদভূক্ত সাবজেক্টঃ

  • বাংলা 
  • ইংরেজি
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  • দর্শন
  • ইতিহাস
  • ইসলামী শিক্ষা বা ইসলামিক স্টাডিজ
  • গ্রন্থাগার বিজ্ঞান
  • আরবি
  • সংগীত
  • সংস্কৃত
  • পালি বা পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ

উল্লেখ্য যে, আরবি, ইসলামিক স্টাডিজ ও গ্রন্থাগার বিজ্ঞান সাবজেক্টসমূহে শূন্যপদ খুবই কম থাকে, ফলে খুব কম সংখ্যক প্রার্থীকেই প্রতিবছর শিক্ষা ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আর সংগীত, পালি, সংস্কৃত সাবজেক্টসমূহে শূন্যপদের সংখ্যা একেবারে নেই বললেই চলে।এইসব সাবজেক্টের শূন্যপদ সৃষ্টি হতে অনেক বছর লেগে যায়, ফলে কয়েকবছর পর পর এসব সাবজেক্ট থেকে শিক্ষা ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা ক্যাডার আছে এমন বিজ্ঞান অনুষদভূক্ত সাবজেক্টঃ

  • প্রাণিবিদ্যা
  • উদ্ভিদবিদ্যা
  • রসায়ন
  • পদার্থবিদ্যা
  • গণিত
  • ভূগোল
  • মৃত্তিকা বিজ্ঞান
  • কৃষিবিজ্ঞান
  • পরিসংখ্যান
  • মনোবিজ্ঞান
  • কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং 


উল্লেখ্য যে, মনোবিজ্ঞানে শূন্যপদের সংখ্যা সাধারণত কম থাকে, ফলে প্রতিবছর মনোবিজ্ঞান থেকে কম সংখ্যক প্রার্থীকেই প্রতিবছর শিক্ষা ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিসিএস প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) এর জন্য যোগ্যতা হিসেবে  কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও  ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং দুই সাবজেক্টকেই গ্রহণ করা হয়েছে।


শিক্ষা ক্যাডার আছে এমন সামাজিকবিজ্ঞান অনুষদভূক্ত সাবজেক্টঃ

  • রাষ্ট্রবিজ্ঞান 
  • অর্থনীতি
  • সমাজকল্যাণ
  • সমাজবিজ্ঞান

শিক্ষা ক্যাডার আছে এমন ব্যবসা শিক্ষা অনুষদভূক্ত সাবজেক্টঃ

  • হিসাববিজ্ঞান বা একাউন্টিং
  • মার্কেটিং
  • ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট
  • ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস
  • ফিন্যান্স 
  • ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স
  • মার্কেটিং

শিক্ষা ক্যাডার আছে এমন অন্যান্য অনুষদভূক্ত সাবজেক্টঃ

  • গাহর্স্থ্য অর্থনীতি
  • চারু ও কারুকলা 
  • শিক্ষা বা আই.ই.আর

উল্লেখ্য যে, চারু ও কারুকলা অনুষদভূক্ত সাবজেক্টসমূহ হলঃ অংকন ও চিত্রায়ণ, গ্রাফিক ডিজাইন,প্রিন্টমেকিং,প্রাচ্যকলা, মৃৎশিল্প,ভাস্কর্য,কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস ইত্যাদি। এই ৮টি সাবজেক্টের যেকোন একটি পড়লেও প্রভাষক(চারু ও কারুকলা) হিসেবে নিয়োগ পায়।



উপরের সব সাবজেক্টে  শিক্ষা ক্যাডার বিদ্যমান। পরবর্তীতে আরো সাবজেক্ট শিক্ষা ক্যাডারে যুক্ত হলে ,কোন কোন সাবজেক্টে শিক্ষা ক্যাডার আছে শীর্ষক; এই আর্টিকেলে যুক্ত করা হবে।
Next Post Previous Post