সাহাবি,তাবেঈন ও তাবে তাবেঈন কারা

সাহাবি,তাবেঈন ও তাবে তাবেঈন কারা

সাহাবি,তাবেঈন ও তাবে তাবেঈন কারা

সাহাবি এর অর্থ সহচর। তবে সাহাবি বলতে আসলে বুঝায় তাদেরকে যারা রাসূল (সা) এর সহচর ছিলেন। যেসব মুসলমান জীবনে অন্তত একবার হলেও রাসূল (সা) এর সান্নিধ্যে এসেছিলেন তাদেরকেও সাহাবি বলে অনেকে গণ্য করেন।সাহাবিদের মধ্যে পারস্পরিক মতভেদ থাকলেও সকল সাহাবিই পূণ্যবান শ্রদ্ধেয় বলে অধিকাংশ মুসলমান মনে করেন।

যারা সরাসরি রাসূল (সা) কে দেখেননি, কিন্তু সাহাবীদের দেখেছেন ও সান্নিধ্যে এসেছেন তাদের কে বলা হয় তাবেঈন

অনুরূপভাবে, যারা শুধু তাবেঈনদের দেখেছেন ও সান্নিধ্যে এসেছেন, তাদেরকে বলা হয় তাবে তাবেঈন