ভাটকবিতা কি

ভাটকবিতা কি

ভাটকবিতা কি

কোনো ঘটনা বা প্রেমঘটিত কর্মকান্ডকে উপজীব্য করে একটি ভিন্নমাত্রিক সুর ও ছন্দের আশ্রয় নিয়ে কবিরা যে উপাখ্যান তৈরি করে এবং তা বাজারে বা কোন লোকসমাগম আসর জমিয়ে বিক্রয় করে তাকে বলা হয়  ভাটকবিতা।ভাট কবিতাকে বাজারি কবিতা বা পথকবিতাও বলা হয়। স্বল্পশিক্ষিত বা একশ্রেণির কবি এইসব ভাটকবিতা রচনা করেন। ভাটকবিতা বিক্রি করতে আয়োজন করে আসর করতে হয় না। নির্বাচিত স্থানে সুউচ্চ স্বরে সুর করে যখন কবি কবিতা পাঠ শুরু করে তখনই চারদিকে ধীরে ধীরে লোক জড়ো হতে হতে কবিতা পাঠের আসর জমে যায়।ভাট কবিতা একজন কবির চাইতে দু'জন কবি পরস্পর লাইন করে গাইলে আরও সুন্দর, আকর্ষণীয় ও মনোমুগ্ধকর হয়। 

ভাট কবিতা পাঠে কোন যন্ত্রের সাহায্য নিতে হয় না। তবু সুন্দর মার্জিত ও রুচিসম্মত পাঠের জন্য হারমোনিয়াম ব্যবহার করা হয়। পয়ার ছন্দে রচিত ভাট কবিতা প্রচলন মধ্যযুগ থেকেই দৃষ্ট হয়।উচ্চশিক্ষিত লোকদের এসব পথকবিতা বা ভাটকবিতার তেমন একটা কদর নেই।গ্রামাঞ্চলে স্বল্পশিক্ষিত বা সাধারণ লেখাপড়া জানা লোকদের কাছে ভাট কবিতার গ্রহণযোগ্যতা অনেক বেশি এবং এটা প্রত্যক্ষভাবে দেখা যায়। এই কবিতায় মূলত তিনটি ভিন্নমাত্রিক সুর উচ্চারিত হতে দেখা যায়।যেমনঃ ধুয়া,পয়ার ও ত্রিপদী।