ট্রান্সঅক্সিয়ানা কি

ট্রান্সঅক্সিয়ানা কি

ট্রান্সঅক্সিয়ানা কি

ট্রান্সঅক্সিয়ানা  হল বর্তমানে আধুনিক মধ্য এশিয়ার উজবেকিস্তান, তাজিকিস্তান, দক্ষিণ কিরগিজিস্তান, দক্ষিণ-পশ্চিম কাজাখিস্তান ইত্যাদি  সমন্বয়ে গঠিত অঞ্চলের প্রাচীন নাম। ভৌগলিক দিক বিবেচনা করলে এই অঞ্চলটিকে আমু দরিয়া(অক্সাস) এবং শিরদরিয়ার মধ্যবর্তী অঞ্চল বলা যেতে পারে।

রোমানরা ট্রান্সঅক্সিয়ানাকে Transoxania (Land beyond the Oxus) বা ট্রান্সঅক্সানিয়া বলে অভিহিত করত।আরবরা Mawarannahr (Land beyond the river) বলে  ট্রান্সঅক্সিয়ানাকে অভিহিত করত।আর পারসিকরা  ট্রান্সঅক্সিয়ানাকে তুরান বলত।


আরো বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে

Post a Comment

Please don't share any link.
© Bihongom . All rights reserved. Developed by Jago Desain