সোভিয়েত কি

সোভিয়েত কি

সোভিয়েত অর্থ কি

সোভিয়েত একটি রুশ শব্দ। সোভিয়েত অর্থ হল পরিষদ। ১৯০৫ সালের বিপ্লবের সময় সর্বপ্রথম শ্রমিক পরিষদ (সোভিয়েত বলে পরিচিত) উদ্ভব ঘটে।১৯১৭ সালের রুশ বিপ্লবের পর সোভিয়েতই হয় কমিউনিস্ট ক্ষমতার মূল ভিত্তি। ১৯৩৬ সাল পর্যন্ত নিম্নতর স্তর এর সোভিয়েত সমূহ পরোক্ষ ভোটের মাধ্যমে উচ্চতর স্তরের সোভিয়েতসমূহ নির্বাচন করতো।


সোভিয়েত হলো রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আপামর জনগণের সরাসরি অংশগ্রহণ।সোভিয়েতের মধ্যে বিচার ও প্রশাসনিক ক্ষমতার সমন্বয় ঘটে এবং সোভিয়েত স্থানীয় ও রাষ্ট্রের প্রতিনিধিত্বমূলক সংস্থা হিসেবে কর্তৃত্ব প্রয়োগ করে।১৯৩৬ সালে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে পরোক্ষ নির্বাচন প্রথা বাতিল করা হয় এবং সকল স্তরের সোভিয়েত জনগণ কর্তৃক সরাসরি নির্বাচিত হবে বলে সিদ্ধান্ত হয়।
আরো জানতে ক্লিক করুন এই লিংকে

Post a Comment

Please don't share any link.
© Bihongom . All rights reserved. Developed by Jago Desain