ভারত, হিন্দুস্থান ও ইন্ডিয়া নাম কিভাবে হল

ভারত, হিন্দুস্থান ও ইন্ডিয়া নামকরণের ইতিহাস

ভারত, হিন্দুস্থান ও ইন্ডিয়া  নামকরণের ইতিহাস

এশিয়া মহাদেশে মধ্য  দক্ষিণে অবস্থিত ভারত। ভারতের  ইংরেজি নাম India.তাছাড়া ভারতকে  হিন্দুস্তানও বলা হয়।

কেন ভারত বলা হয়?/ভারত নামকরণ কেন?

ভারত নামকরণ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য রয়েছে।নিচে ভারত নামকরণ নিয়ে পণ্ডিতদের বিভিন্ন মত তুলে ধরা হলোঃ

প্রথম মত,

পৌরাণিক যুগে ভরত নামে এদেশের হিন্দু রাজা ছিলেন। তিনি ছিলেন সাগর বংশের সন্তান ।জনশ্রুতি অনুযায়ী ভরতের নাম অনুসারেই এ দেশের নামকরণ হয়েছে ভারত।

দ্বিতীয় মত,

কথিত আছে যে, এই অঞ্চল বা বর্ষ রাজা ভরত কে দান করা হয়েছিল বলে এর নাম হয় ভারতবর্ষ।

তৃতীয় মত,

বিষ্ণুপুরাণে বলা হয়েছে যে, মহাসাগরের উত্তরে এবং বরফে ঢাকা হিমালয়ের পাহাড়ের দক্ষিণে অবস্থিত দেশের নাম ভারত বর্ষ এবং গ্রন্থটিতে এদেশের মানুষকে অভিহিত করা হয়েছে ভারতসন্ততি রূপে।

চতুর্থ মত,

ইতিহাসবিদ রামশরণ শর্মার মতে, ভরত নামে এক প্রাচীন উপজাতির নাম অনুসারে ভারতের নামকরণ  ভারত বর্ষ হয়েছে।

পঞ্চম মত,

কোন কোন সূত্রমতে, কলিঙ্গ সম্রাট খারবেলের হস্তিগুম্ফা শিলালিপিতে ভারধবস হিসেবে শব্দের ব্যবহার দেখা যায় এবং এই নাম গুপ্ত যুগে ভারত বর্ষ রূপান্তরিত হয়।

স্বাধীনতার পর ভারতের সংবিধানে ও লোকমুখে ভারত নামটি গ্রহণযোগ্যতা লাভ করে।এই পর্যন্ত ছিল ভারতবর্ষ বা ভারত নামকরণের ইতিহাস। এখন আলোচনা করব ভারতকে কেন হিন্দুস্তান বলা হয়। 

ভারতকে কেন হিন্দুস্তান বলা হয়? হিন্দুস্তান নামকরণ কেন?

হিন্দুস্থান অর্থ হিন্দুদের দেশ।ভারতের বিখ্যাত নদ সিন্ধু। প্রাচীন ফারসি সাহিত্যে সিন্ধু নদের নামটি হিন্দু এবং সিন্ধু উভয় নামেই লেখা হয়েছে। কালক্রমে সমগ্র উপমহাদেশের জন্য এই হিন্দু নামটির প্রচলন হয়। এছাড়াও মধ্যযুগে ফারসি হিন্দুস্থান শব্দটি উত্তর ভারত অর্থে ব্যবহৃত হত। এটি বর্তমানে সমগ্র ভারত অর্থে ব্যবহৃত হয়।

এই পর্যন্ত ছিল হিন্দুস্থান নামকরণের ইতিহাস।এখন আলোচনা করব ভারতকে কেন ইন্ডিয়া বলা হয়।

কেন ইন্ডিয়া বলা হয়? ইন্ডিয়া নামকরণ কেন?

প্রাচীন গ্রিকরা ভারতবাসীদের বলতো ইন্দোই বা  ইন্দাস অর্থাৎ সিন্ধু নদের অববাহিকার বাসিন্দা। ধারণা করা হয়, কালের বিবর্তনে ইন্দাস থেকে ভারতবর্ষের নামবাচক শব্দ হিসেবে ইন্ডিয়া নামের উৎপত্তি। বর্তমানে ইংরেজিতে ভারতের অফিসিয়াল নাম Republic Of India.




Post a Comment

Please don't share any link.
© Bihongom . All rights reserved. Developed by Jago Desain