সবুজ গ্রন্থ (গ্রীন বুক) কি

সবুজ গ্রন্থ (গ্রীন বুক) কি

সবুজ গ্রন্থ বা  গ্রীন বুক কি

সবুজ গ্রন্থ বা গ্রীন বুক হচ্ছে  লিবিয়ার নেতা মুয়ামার গাদ্দাফির রাজনৈতিক দর্শন সংবলিত পুস্তক। কর্নেল গাদ্দাফি মনে করেন যে, বর্তমানে গণতন্ত্র বলে অভিহিত করা হচ্ছে চূড়ান্ত বিচারে তা আসলে সংখ্যাগরিষ্ঠের উপর সংখ্যালঘিষ্ঠেরই শাসন। তিনি মনে করেন যে সরকার এবং পার্টি দুটি আলাদা প্রতিষ্ঠান বা সংগঠন হিসেবে বিরাজ করলে দুয়ের মধ্যে ব্যত্যয় ও সংঘাত হতে বাধ্য। গাদ্দাফির মতে শোষণ ও বৈষম্য কোনক্রমেই গ্রহণীয় নয় এবং আল কুরআনের সঠিক প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভবপর। এই পটভূমিতে সবুজ গ্রন্থের মূল বক্তব্য নিম্নরূপঃ ১।তথাকথিত পার্লামেন্টারি আইন নয়-প্রাকৃতিক আইনই হতে হবে রাষ্ট্রের ভিত্তি ২। প্রচলিত সরকার, আসলে জনগণের ঘাড়ে চেপে বসা সরকার, তার অবলুপ্তি ঘটাতে হবে এবং পরিবর্তে দেশের উচ্চতম থেকে নিম্নতম পর্যায় পর্যন্ত সর্বত্র জনগণের কমিটি(People's Committee) প্রতিষ্ঠা করতে হবে ৩। সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে-তবে তা কমিউনিজম ভিত্তিক নয়, বরং তা হতে হবে আল কুরআন ভিত্তিক ৪। প্রত্যেক নাগরিকের মৌলিক চাহিদা মেটাতে হবে।৫। ভূমির উপর ব্যক্তি মালিকানার অবসান ঘটাতে হবে। স্বাধীনতা অবিভাজ্য, সুতরাং সুখের জন্য প্রত্যেক মানুষকে তার প্রয়োজন মেটানোর স্বাধীনতা দিতে হবে এবং ৭। সকল কর্মকান্ডের চূড়ান্ত লক্ষ্য হতে হবে মুনাফার অবসান।

এই পর্যন্ত ছিল সবুজ গ্রন্থ বা গ্রীন বুক সম্পর্কিত আর্টিকেল।আরো পড়তে চাইলে,

সাংস্কৃতিক আগ্রাসন কি


Post a Comment

Please don't share any link.
© Bihongom . All rights reserved. Developed by Jago Desain