হরিজন কি

হরিজন বা অচ্ছুৎ কি

হরিজন বা অচ্ছুৎ কি

হরিজন বা অচ্ছুৎ এর ইংরেজি হলো Untouchable. হিন্দু বর্ণাশ্রম অনুযায়ী সবচেয়ে নিম্ন বর্ণের মানুষেরাই  হরিজন বা অচ্ছুৎ বলে অভিহিত। উচ্চবর্ণের হিন্দুরা হরিজনদের পশুর চেয়েও অধম বলে জ্ঞান করত এবং দোকানে রেস্টুরেন্টে জলাশয়ে বা নদীর ঘাটে হরিজনদের প্রবেশ করতে দেওয়া হতো না।কারণ উচ্চবর্ণদের ধারণা ছিল, হরিজনদের স্পর্শে আসবাবপত্র খাদ্যদ্রব্য এবং পানীয় জলসহ যাবতীয় সবকিছু অপবিত্র হয়ে যায়। ১৯৫০ সালে কেহ অচ্ছুৎ নয় বলে এবং কাউকেই অচ্ছুৎ  বিবেচনা করে কোন বৈষম্যমূলক আচরণ করা যাবে না বলে সাংবিধানিক বিধি জারি হয়।কিন্তু এতে হরিজনদের প্রতি অবিচার আদৌ বন্ধ হয় না।ফলে ১৯৫৫ সালে ভারতীয় পার্লামেন্টে হরিজনদের প্রতি বৈষম্যমূলক আচরণ শাস্তিযোগ্য অপরাধ বলে আইন পাশ করা হয় কিন্তু তারপরও হরিজনদের প্রতি অবিচার ও নির্যাতন থামেনি।এ যাবৎ লক্ষ লক্ষ হরিজনকে উচ্চবর্ণের হিন্দুরা অস্ত্রের আঘাতে কিংবা পুড়িয়ে হত্যা করেছে।নিরুপায় হয়ে হরিজনরাও ক্রমশ সংঘবদ্ধ হচ্ছে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলছে।একই ধর্ম, একই গায়ের রং, একই ভাষা হওয়া সত্বেও এরূপ বৈষম্য পৃথিবীর আর কোথাও দেখা যায় না।


আরো পড়তে চাইলে, 

 নাপ্পি বা হিদল কি

Post a Comment

Please don't share any link.
© Bihongom . All rights reserved. Developed by Jago Desain