সাংস্কৃতিক আগ্রাসন কি

সাংস্কৃতিক আগ্রাসন কি

সাংস্কৃতিক আগ্রাসন(cultural aggression)মানে কি 

নয়া উপনিবেশবাদী আগ্রাসনের বিভিন্ন দিকের অন্যতম হলো সাংস্কৃতিক আগ্রাসন।দ্বিতীয়-বিশ্বযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যখন একের পর এক সাবেক উপনিবেশসমূহ স্বাধীন হয়ে যেতে থাকে,তখন নয়া উপনিবেশবাদীরা তাদের প্রভাব ও বাজার বজায় রাখার অন্যতম কৌশল হিসেবে সাংস্কৃতিক আগ্রাসনের নীতি গ্রহণ করে।বিশেষ করে,ভিয়েতনাম,কম্বোডিয়া,লাওস,ইরিত্রিয়া,মোজাম্বিক প্রভৃতি দেশে পরাজয়ের পর নয়া উপনিবেশবাদীরা আরও সুনিশ্চিত হয় যে,বর্তমান যুগে কোনো জাতির বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে জেতা অত্যন্ত দুরুহ।বরং সে জাতির সংস্কৃতিকে ধ্বংস করার মাধ্যমেই সে জাতিকে কাবু করা ও বাগে আনা সহজতর।তাই, তারা তাদের প্রদত্ত এইড-লোন ইত্যাদির প্রক্রিয়ায় অনুন্নত বিশ্বের দেশসমুহে যৌনবিকৃতি, মাদকাসক্তি, অশ্লীল সাহিত্য-চলচ্চিত্র, নয়া উপনিবেশবাদীদের ওপর নির্ভরশীলতার মনোবৃত্তি,মস্তক ধোলাইকৃত বুদ্ধিজীবী প্রভৃতি উপসর্গের অনুপ্রবেশ ঘটিয়ে দেয়।এই প্রক্রিয়াতেই তারা অনুন্নত বিশ্বের জনগণের, বিশেষত তরুণ সমাজের মন-মানসকে বিপ্লবের দিক থেকে ভিন্ন দিকে ফিরিয়ে রাখার প্রয়াস পায়।সাংস্কৃতিক আগ্রাসনবাদীরা মনে করে যে,কোনো জাতির সংস্কৃতিকে ধ্বংস করলে সে জাতির প্রতিরোধক্ষ্মতাও নষ্ট হতে বাধ্য।


এই পর্যন্ত ছিল সাংস্কৃতিক আগ্রাসন সম্পর্কে । আরো পড়তে চাইলে 

সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য ও সম্পর্ক


Post a Comment

Please don't share any link.
© Bihongom . All rights reserved. Developed by Jago Desain