সংস্কারবাদ(Reformism) কি

সমাজের মৌল ও প্রধান সমস্যা কে বাদ দিয়ে ছোটখাটো সংস্কারমূলক কাজ করার নীতিকেই বলে সংস্কারবাদ। সংস্কারবাদ হল একটা জরাজীর্ণ বাড়ি কে ভেঙ্গে নতুন বাড়ি
সংস্কারবাদ কি

সংস্কারবাদ(Reformism) মানে কি 

সমাজের মৌল ও প্রধান সমস্যা কে বাদ দিয়ে ছোটখাটো সংস্কারমূলক কাজ করার নীতিকেই বলে সংস্কারবাদ। সংস্কারবাদ হল  একটা জরাজীর্ণ বাড়ি কে ভেঙ্গে নতুন বাড়ি বানানোর বদলে ওই জরাজীর্ণ বাড়ির ওপরই কিছু চুনকাম করার মত।সংস্কারবাদীরা একটা সমাজের দারিদ্র্য, বৈষম্য, দুর্নীতি, শিক্ষাহীনতা, নীতিহীনতা ইত্যাদির জন্য যে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা দায়ী,তা পরিবর্তনের উদ্যোগ নেন না,বরং ওই সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে ঠিক রেখে রেখে কিছু রাস্তাঘাট নির্মাণ, রিলিফ প্রদান, কুটির শিল্পের জন্য উৎসাহ প্রদা্ন, কিছু বিদ্যালয় স্থাপন, হিতোপদেশ দান ইত্যাদির পথ গ্রহণ করেন। অনেকের মতে, সংস্কারবাদ হল শোষক ও কায়েমি স্বার্থবাদীদের একটা কৌশল,যাতে জনগণের দৃষ্টিকে সামাজিক বিপ্লবের দিক থেকে অন্যদিকে ফিরিয়ে রাখা যায়।কায়েমি ও স্বার্থবাদী বিভিন্ন আন্তর্জাতিক শক্তি ও প্রতিষ্ঠানও সংস্কার মূলক আজকে পৃষ্ঠপোষকতা প্রদান করে, যাতে সমাজ বিপ্লব কে ঠেকিয়ে তাদের বাজার ও প্রভাবলয়ের স্বার্থ অক্ষুন্ন রাখা যায়।



Post a Comment

Please don't share any link.
© Bihongom . All rights reserved. Developed by Jago Desain