সাপটা ও সাফটার মধ্যে পার্থক্য

সাপটা ও সাফটার মধ্যে পার্থক্য

সাপটা ও সাফটা

সাপটা ও সাফটা এই দুই শব্দ অনেকটা একইরকম হলেও সাপটা ও সাফটার মধ্যে পার্থক্য বিদ্যমান । নিচে সাফটা ও সাপটা এর  মধকার পার্থক্য তুলে ধরা হলঃ

সাফটা কি

সাপটা এর পূর্ণরূপ হলঃ SAARC Preferential Trade Arrangements(SAPTA) অর্থাৎ সার্ক অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা।সাপটার উদ্দেশ্য হচ্ছে সার্কভুক্ত দেশসমূহের মধ্যে পারস্পরিক ব্যবসা-বাণিজ্য উন্নয়নকল্পে পরস্পরকে অগ্রাধিকার মুলক সুযোগ সুবিধা প্রদান করা। সাপটার অন্যতম সুযোগ-সুবিধা হচ্ছে সদস্য ভুক্ত দেশসমূহের মধ্যে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে বাণিজ্য শুল্ক রহিত হ্রাস করা।

সাফটা কি 

সাফটা এর পূর্ণরূপ হচ্ছে South Asia Free Trade Agreement(SAFTA) অর্থাৎ দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি।২০০০ সালের মধ্যে সার্কভুক্ত সাতটি দেশের মধ্যে সম্পূর্ণ শুল্কমুক্ত ব্যবসা-বাণিজ্য চালু করা সাফটার লক্ষ্য। সাফটার ব্যাপারে কোন কোন অর্থনীতিবিদ মনে করেন যে,সাফটা চালু হলে কার্যত সার্কভুক্ত সাতটি দেশের মধ্যে যে দেশটি শিল্পায়িত ও শক্তিশালী সেই দেশটি সবচেয়ে বেশি উপকৃত হবে।


এই পর্যন্ত ছিল সাপটা ও সাফটার পার্থক্য । আরো পড়তে চাইলে 

সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url