হুইপের কাজ কি

হুইপ কি/হুইপের কাজ কি 

হুইপ হচ্ছে পার্লামেন্ট বা  আইনসভার সদস্য। হুইপের কাজ হল নিজ দলের সদস্যদের পার্লামেন্ট বা আইনসভায় হাজির করা। হুইপ তাগাদা দিয়ে তার দলের সদস্যদের পার্লামেন্টে হাজির করান। সাধারণত কোন প্রশ্নে ভোটাভূটি করার সময় সরকার ও বিরোধীদল উভয়পক্ষের প্রয়োজন পড়ে স্ব স্ব পক্ষের যথাসম্ভব অধিকসংখ্যক সদস্যকে পার্লামেন্টে হাজির রাখার। এই দায়িত্বটিই হুইপের উপর ন্যস্ত থাকে।এমনিতে হুইপ করার মানে হচ্ছে সচেতন করা। সরকারি দল ও বিরোধীদল উভইয়েই স্ব স্ব হুইপ নিয়োগ করে। 

Post a Comment

Please don't share any link.
© Bihongom . All rights reserved. Developed by Jago Desain