লোকপ্রশাসন (পাবলিক এডমিনিস্ট্রেশন) সাবজেক্ট রিভিউ





লোকপ্রশাসন (পাবলিক এডমিনিস্ট্রেশন) সাবজেক্ট রিভিউ, Public Administration subject review in bangla




Public Administration subject review 

সামাজিক বিজ্ঞানের অন্যতম শাখা পাবলিক এডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন সাবজেক্টের সূচনা হয়েছে উনবিংশ শতাব্দী হতে। নিম্নে পাবলিক এডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন সাবজেক্ট রিভিউ তুলে ধরা হলোঃ

লোকপ্রশাসন সাবজেক্ট এর কোর্সসমূহঃ

লোক প্রশাসন সাবজেক্টে ভর্তি হওয়ার আগে একজন শিক্ষার্থীর অবশ্যই লোক প্রশাসন সাবজেক্ট এর কোর্স সমূহ জানা দরকার।বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোকপ্রশাসন সাবজেক্টের কোর্স সমূহের মধ্যে মিল পাওয়া যায়। নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন সাবজেক্ট এর কোর্সসমূহ নিম্নে বর্ণনা করা হলঃ

  • Introduction to Public Administration
  • Fundamentals of Management
  • Fundamentals of Economics
  • Fundamentals of Sociology
  • Introduction to Politics and Government
  • Introduction to Bangladesh Public Administration
  • Local Government and Decentralization 
  • Rural Development
  • Introduction to Political Economy
  • Human Resource Management
  • Urban Development and Governance
  • Human Resource Management in Bangladesh Public Service
  • Governance and Leadership
  • Management of NGOs and Social Entrepreneurships
  • Gender, Administration and Development
  • Public Financial Administration and Management
  • Basic Concepts of Social Research
  • Project Management
  • Environment, Disaster and Risk Governance
  • Civil Rights, Judicial and Regulatory Administration in Bangladesh
  • Management of Banks and Financial Institutions
  • Managing Public Private Partnerships
  • Qualitative Research Methods
  • Administrative Law and Ethics
  • Introduction to Public Management
  • Performance Management: Theory and Practice
  • International Trade, Protection and Negotiation
  • Quantitative Research
  • Managing Innovation and Change in Public Sector
  • Introduction to Public Policy
  • Research Monograph

বাংলাদেশে কোথায় লোকপ্রশাসন সাবজেক্ট পড়ানো হয়ঃ

আমাদের দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে লোক প্রশাসন সাবজেক্ট পড়ানো হয়। নিম্নে পাবলিক এডমিনিস্ট্রেশন সাবজেক্ট পড়ানো হয় এমন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা পর্যায়ক্রমে তুলে ধরা হলোঃ

লোক প্রশাসন সাবজেক্ট পড়ানো হয় এমন সরকারি বিশ্ববিদ্যালয় সমূহঃ

  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • বরিশাল বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ইসলামী বিশ্ববিদ্যালয়
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়


লোক প্রশাসন সাবজেক্ট পড়ানো হয় এমন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহঃ

শুধু সরকারি বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বা পাবলিক  এডমিনিস্ট্রেশন সাবজেক্ট পড়ানো হয় তা কিন্তু না। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে  লোক প্রশাসন সাবজেক্ট পড়ানো হয়।নিম্নে লোক প্রশাসন সাবজেক্ট পড়ানো হয় এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা উল্লেখ করা হলোঃ

  • Stamford University Bangladsh
  • Northern University
  • German University 
  • Gono Bishwabidyalay
  • Bandarban University
  • Asian University of Bangladesh


পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন সাবজেক্ট চালু করলে, তথ্য সংযুক্ত করা হবে।

লোক প্রশাসন নিয়ে বাংলাদেশে চাকরি সুবিধাঃ

লোক প্রশাসন সাবজেক্ট রিভিউ আর্টিকেল এর অন্যতম চুম্বক অংশ হচ্ছে লোক প্রশাসন নিয়ে বাংলাদেশের চাকরির সুবিধা। একজন লোক প্রশাসনের শিক্ষার্থী স্নাতক শেষে সাধারণ ও বিশেষ উভয় চাকরিই পেতে পারে। নিম্নে লোক প্রশাসন নিয়ে সাধারণ ও বিশেষ চাকরির তালিকা তুলে ধরা হলোঃ

লোক প্রশাসন নিয়ে বিশেষ চাকরি সমূহঃ

  • লোক প্রশাসন সাবজেক্ট এর শিক্ষার্থীদের সরকারি বেসরকারি স্কুলে সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) পদে চাকরির সুযোগ রয়েছে।
  • সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতাও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণীয়  চাকরি।
  • বিভিন্ন সংস্থায় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে সুযোগ বিদ্যমান
  • বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে  প্রশাসনিক পদে (পরিচালক, ব্যবস্থাপক ও প্রশাসক) হিসেবে চাকরির সুবিধা রয়েছে লোক প্রশাসন সাবজেক্ট এর শিক্ষার্থীদের।
  • বিভিন্ন বেসরকারি ব্যাংকে প্রবেশারি অফিসার, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার সহ প্রশাসনিক পদে চাকরির সুযোগ বিদ্যমান।
  • আন্তর্জাতিক সংস্থাসহ এনজিওতেও প্রশাসনিক পদ সমূহে চাকরি। যেমনঃপলসি কোঅর্ডিনেটর 

বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রে লোকপ্রশাসনের শিক্ষার্থীদের ভালো সুযোগ রয়েছে। নিচে পদবী গুলো উল্লেখ করা হলঃ

  • গবেষণা কর্মকর্তা 
  • মূল্যায়ণ কর্মকর্তা 
  • সহকারী পরিচালক
  • উপপরিচালক( প্রশিক্ষণ ও গবেষণা)

তাছাড়া কিছু চাকরির যোগ্যতা হিসেবে শুধুমাত্র  বি.এস.এস (BSS) ডিগ্রি চাওয়া হয়। লোক প্রশাসন পড়ে এসব চাকরিতে আবেদন করা যাবে সহজেই।
লোক প্রশাসন নিয়ে সাধারণ চাকরি সমূহঃ
এতক্ষণ কথা বললাম লোক প্রশাসন সাবজেক্ট এর নিয়ে বিশেষ চাকরি সমূহ নিয়ে। এখন বলব লোক প্রশাসন সাবজেক্ট এর সাধারণ চাকরি সমূহ নিয়ে। নিচে লোক প্রশাসন সাবজেক্ট এর সাধারণ চাকরি সমূহের তালিকা তুলে ধরা হলো

  • লোক প্রশাসন সাবজেক্টের শিক্ষার্থীরা  বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে জেনারেল ক্যাডার  এবং  নন ক্যাডারে চাকরি পেতে পারে।
  • সরকারি জেনারেল চাকরির পরীক্ষায় (অর্থাৎ যে সব চাকরির যোগ্যতা যে কোন বিষয়ে স্নাতক) লোক প্রশাসনের শিক্ষার্থীরা অংশ নিতে পারে। 
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারী ব্যাংক ও সরকারি বা বেসরকারী আর্থিক প্রতিষ্টানে চাকরির সুযোগ পেয়ে থাকে লোক প্রশাসন সাবজেক্ট এর শিক্ষার্থীরা।
  • করপোরেট চাকরি, এনজিও চাকরিও লোক প্রশাসন সাবজেক্টের শিক্ষার্থীরা পেতে পারে নিজ দক্ষতা বলে।
  • ইত্যাদি

    বি.দ্র. সব সাধারণ চাকরির বেলায় যোগ্যতা হিসেবে শুধুই স্নাতক পাশ চাওয়া হয়। সাধারণ চাকরির ক্ষেত্রে কোন সাবজেক্টকে অগ্রাধিকারও দেওয়া হয়না। যেকোনো সাবজেক্টে পড়ে সাধারণ চাকরি পাওয়া যায়।

লোকপ্রশাসন সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষাঃ

লোক প্রশাসন সাবজেক্ট রিভিউ পড়তে আসা শিক্ষার্থীদের অন্যতম আগ্রহের বিষয় হলো লোক প্রশাসন সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষা। লোকপ্রশাসন বা পাবলিক এডমিনিস্ট্রেশন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ শিক্ষা গ্রহণের ভাল সুযোগ রয়েছে । নিচে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উদাহারণ তুলে ধরা হলঃ

  • ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন নিয়ে উচ্চশিক্ষা - Link
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন নিয়ে উচ্চশিক্ষা- link
  • হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন নিয়ে উচ্চশিক্ষা - link1 link2
  • University Of Birmingham- link
  • University of York- link
  • Columbia University-link
  • University of Oklahoma- link
  • University Of Georgia-link
  • Leiden University -link
  • Dalhousie University- link


বাংলাদেশেও অনেক বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন সাবজেক্ট নিয়ে মাস্টার্স, এমফিল ও পিইচডি ডিগ্রী অর্জনের সুযোগ রয়েছে।

আজ এই পর্যন্ত ছিল লোক প্রশাসন(পাবলিক এডমিনিস্ট্রেশন) সাবজেক্ট রিভিউ। পরবর্তীতে কোন তথ্যের পরিবর্তন হলে এই আর্টিকেলে সংযুক্ত করা হবে।


Read More: