আরবি সাবজেক্ট রিভিউ
Arabic subject review
মধ্যযুগের কয়েক শতাব্দী জুড়ে আরবি ভাষা ছিল শিক্ষা, সংস্কৃতি ও প্রগতিশীল চিন্তার বাহক। কিন্তু আজ তা ব্যপ্ত হয়েছে কয়েক কোটি মানুষের কথ্য ভাষায়। নবম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে অন্যান্য ভাষার তুলনায় আরবিতেই বেশি চর্চিত হয়েছে দর্শন, ইতিহাস, ধর্ম, চিকিৎসাবিদ্যা,জ্যোতির্বিদ্যা ও ভূবিদ্যা। পশ্চিম ইউরোপের ভাষায় আরবির প্রভাব আজও স্পষ্ট। বহু আরবি শব্দই এসব ভাষার শব্দ তালিকায় স্থান করে নিয়েছে। লাতিন এর পরেই আরবি বর্ণমালার ব্যবহার হত বিশ্বের সব থেকে বেশি ।ফারসি,আফগান,উর্দু এবং তুর্ক,বার্বার, মালয় অধিকাংশ ভাষায় লেখা হতো আরবি বর্ণমালায়।
ব্যাবিলনীয়,ক্যালডীয়,হিট্টাইট, এশীয়রা ও ফিনিশীয়রা আজ বিলুপ্ত। কিন্তু আরবীয় এবং আরবি-ভাষীদের অস্তিত্ব ইতিহাসের কাল থেকে আজও প্রখরভাবে বিদ্যমান।তাদের ভৌগলিক অবস্থান বিশ্ব বাণিজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ অংশে।নিম্নে আরবি সাবজেক্ট রিভিউ তুলে ধরা হলোঃ
আরবি সাবজেক্টের কোর্সসমূহঃ
আরবি সাবজেক্টে ভর্তি হওয়ার পূর্বে একজন সচেতন শিক্ষার্থীর প্রয়োজন আরবি সাবজেক্টের কোর্সসমূহ সম্পর্কে জানা ।বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে আরবি ডিপার্টমেন্টের কোর্সসমূহের মধ্যে একেবারে ভিন্নতা দেখা যায় না।তাই, নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি সাবজেক্ট এর কোর্সের শিরোনামগুলো তুলে ধরা হলঃ
- Recitation with Tajweed and Memorization through Understanding
- Developing Arabic Language Skills (Listening, Speaking, Reading, Writing and Arabic Grammar)
- Basic English Skills
- Advanced English Skills
- Al-Quran and Al-Hadith
- Introduction to Arabic Language and Literature
- Classical Poetry-I (Per-Islamic, Early Islamic and Umayyad Poetry)
- Classical Poetry-II (Abbasid and Andalusian Poetry).
- Classical Prose (Pre-Islamic, Islamic, Umayyad, Abbasid and Turkey Prose)
- Modern Prose-I (Arabic Novel and Short Story)
- Modern Prose-II (Arabic Drama and Essay)
- Economic System in Islam
- History of Islam (664- 1258 A.D) and the Middle East (1258- Present Day)
- Muslim Philosophy
- Bangladesh Studies
- Introduction to Rhetoric and Prosody
- Introduction to Computer
- Modern Poetry
- Arabic for Professional Purpose
- History of Arabic Literature
- Terminology Through Translation
- Arabic Literary Criticism (Theory and Practice)
- Introduction to Mode of Arabic Language Teaching
- Introduction to Social Research and Project Management
- Research Techniques in Language- Literature and Manuscript Editing
- The Gulf and Arabian Peninsula Literature
- World Literature in Translation
- Travel Literature
- Biographical Literature
আরবি সাবজেক্ট কোথায় পড়ানো হয়?
বাংলাদেশের সরকারি ও বেসরকারি নানা বিশ্ববিদ্যালয়ে আরবি সাবজেক্ট পড়ানো হয়। নিম্নে আরবি সাবজেক্ট চালু আছে এমন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা পর্যায়ক্রমে তুলে ধরা হলঃ
যেসব সরকারি বিশ্ববিদ্যালয়ে আরবি সাবজেক্ট পড়ানো হয়ঃ
- ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কিছু সংখ্যক কলেজে
যেসব সরকারি বিশ্ববিদ্যালয়ে আরবি সাবজেক্ট পড়ানো হয়ঃ
শুধু সরকারি বিশ্ববিদ্যালয় আরবি ডিপার্টমেন্ট চালু আছে তা নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়েও আরবি সাবজেক্ট চালু আছে। তবে,আরবি সাবজেক্ট চালু আছে এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা খুবই কম। নিচে আরবে সাবজেক্ট চালু আছে এমন বেসরকারি বিশ্ববিদ্যালয় তালিকা উল্লেখ করা হলোঃ
- আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আরবি সাবজেক্ট চালু করলে আর্টিকেল এর তথ্য আপডেট করা হবে।
আরবি সাবজেক্ট নিয়ে চাকরি সুবিধাসমূহঃ
আরবি সাবজেক্ট রিভিউ এর অন্যতম চুম্বক অংশ হচ্ছে আরবি সাবজেক্ট নিয়ে চাকরির সুবিধা সমূহ। একজন শিক্ষার্থী আরবি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে বিশেষ ও সাধারণ উভয়ই চাকরি পেতে পারে। নিম্নে আরবি সাবজেক্ট নিয়ে বিশেষ ও সাধারণ চাকরির তালিকা পর্যায়ক্রমে উল্লেখ করা হলোঃ
আরবি সাবজেক্ট নিয়ে বিশেষ চাকরিঃ
১.সরকারি- বেসরকারি স্কুলে আরবি সাবজেক্টের শিক্ষার্থীরা সহজেই সহকারী শিক্ষক হিসেবে যোগদান করতে পারে। যেমনঃ সহকারী শিক্ষক (ধর্ম/আরবি)
২.সরকারি -বেসরকারি কলেজে শিক্ষকতাঃ প্রভাষক(আরবি)
৩.সরকারি শিক্ষক-প্রশিক্ষণ কলেজে শিক্ষকতাঃপ্রভাষক( ইসলামিক আইডিওলজি)
৪.বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা ও আরবি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণীয় চাকরি
৫.আরবি বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এডুকেশন কোরে(এইসি) হিসেবে চাকরি পেতে পারে।
৬.কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে -ভাষা প্রশিক্ষক
৭.বিভিন্ন ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে মুরাকিব পদ ও আরবের সাবজেক্টের শিক্ষার্থীদের অন্যতম চাকরির সুবিধা
৮.আরবি বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন মাল্টিন্যশনাল কোম্পানিতে অনুবাদকের চাকরিও বিদ্যমান
৯.দূতাবাসেও আরবির শিক্ষার্থীদের জন্য ভাল চাকরির সুযোগ রয়েছে।
১০.ইসলামিক ফাউন্ডেশনে ভাষা শিক্ষক হিসেবে চাকরির সুযোগ বিদ্যমান।
১১.জাদুঘরে সহকারী কিপার(আরবি/ফার্সি) ৯ম গ্রেডে পদায়নও আরবের সাবজেক্ট এর শিক্ষার্থীদের অন্যতম চাকরির সুবিধা।
বেসরকারি মাদ্রাসায় আরবি সাবজেক্টের শিক্ষার্থীদের ভালো সুযোগ রয়েছে। নিম্নে পদবি সমূহ উল্লেখ করা হলোঃ
- মুহাদ্দিস/মুফাসসির/ফকিহ/আদিব পদে চাকরি
- প্রভাষক ( হাদীস/ তাফসীর/ ফিকহ/ আদিব)
- সহকারী মৌলভী
- সুপারিনটেনডেন্ট
আরবি সাবজেক্ট নিয়ে আরো বিশেষ সুবিধাঃ
১.বেসরকারি মাদ্রাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে পদোন্নতিতে আরবি ডিগ্রীধারীরা সুযোগ পেয়ে থাকে।
২. জাতিসংঘ ও জাতিসংঘের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে চাকরিতে ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি আরেকটি জাতিসংঘের অফিসিয়াল ভাষার দক্ষতার প্রয়োজন হয়।আরবি যেহেতু জাতিসংঘের অন্যতম অফিসিয়াল ভাষা তাই আরবি শিক্ষার্থীরা জাতিসংঘসহ তাদেরই অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানে চাকরি ক্ষেত্রে এগিয়ে থাকেন।
আরবি সাবজেক্ট নিয়ে সাধারণ চাকরিঃ
এতক্ষণ আরবি সাবজেক্টের বিশেষ চাকরি নিয়ে কথা বললাম। এবার বলব,আরবি সাবজেক্টের সাধারণ চাকরির সুযোগ নিয়ে। নিচে আরবি সাবজেক্টের সাধারণ চাকরির সুযোগ পর্যালোচনা করবঃ
১। আরবি সাবজেক্টের শিক্ষার্থীরা অনায়াসে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে জেনারেল ক্যাডার এবং নন ক্যাডার হিসেবে চাকরি পেতে পারে।
২। সরকারি -বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সহজেই চাকরির সুযোগ পেয়ে থাকে অন্যান্য সাবজেক্টের শিক্ষার্থীদের মত।
৩। তাছাড়া আরবি সাবজেক্টের শিক্ষার্থীরা কর্পোরেট চাকরিসহ আন্তর্জাতিক চাকরিসমূহে নিয়োগ পেতে পারে নিজ দক্ষতাবলে।
বি.দ্র. সব সাধারণ চাকরির বেলায় যোগ্যতা হিসেবে শুধুই স্নাতক পাশ চাওয়া হয়। সাধারণ চাকরির ক্ষেত্রে কোন সাবজেক্টকে অগ্রাধিকারও দেওয়া হয়না। যেকোনো সাবজেক্টে পড়ে সাধারণ চাকরি পাওয়া যায়।
আরবি সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষার সুযোগঃ
আরবি সাবজেক্ট রিভিউ আর্টিকেল এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আরবি সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষার সুযোগ।পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে আরবির শিক্ষার্থীদের অরিয়েন্টাল স্টাডিজ বা মিডল ইস্টার্ণ স্টাডিজ বিভাগে উচ্চ শিক্ষার সুযোগ বিদ্যমান।এছাড়াও ভাষাবিজ্ঞান বিভাগেও আরবির শিক্ষার্থীদের সুযোগ বিদ্যমান।
নিচে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উদাহারণ তুলে ধরা হলঃ
1.অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আরবি সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষাঃ
2.ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে আরবি সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষা- link
3. Qatar University-link
4.The University of Chicago- link
5. University of leiden-link
ভারত, তুরস্ক ও মধ্যপ্রাচ্যে আরবি ভাষা ও সাহিত্য নিয়ে উচ্চশিক্ষার সুযোগ বিদ্যমান।এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরবি সাবজেক্ট নিয়ে মাস্টার্স, এম-ফিল ও পিএইচডির সুযোগ বিদ্যমান।
আজ এই পর্যন্ত ছিল আরবি সাবজেক্ট রিভিউ।পরবর্তীতে কোন তথ্যের পরিবর্তন হলে, আর্টিকেল আপডেট করা হবে।
Read More: