রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রিভিউ

রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রিভিউ-political science subject review

 

Political Science Subject Review

সামাজিক বিজ্ঞানের অন্যতম প্রাচীনতম শাখা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। নিম্নে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে একটি সাবজেক্ট রিভিউ তুলে ধরা হলঃ

রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের কোর্সসমূহঃ

রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে ভর্তি হওয়ার আগে রাষ্ট্রবিজ্ঞানের কোর্সগুলো জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।বাংলাদেশের  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কোর্সসমূহ অনেকটাই অভিন্ন, তবে কিছুটা ভিন্নতাও বিদ্যমান।নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের কোর্স শিরোনামগুলো তুলে ধরা হলঃ  

  • Ancient and Medieval Western Political Thought
  • Political Theory and organization
  • Government and Politics: UK,USA and France
  • Principles of Sociology
  • Modern Western Political Thought
  • Principles of Economics
  • Socio- Political and Constitutional Development in British India (1757 to 1947)
  • Public Administration in Bangladesh
  • Oriental Political Thought
  • International Polities: Theory and Practice
  • Socio-Political and Constitutional Development in pre- independent Bangladesh (1947-1971)
  • Qualitative Approaches to the Study of Politics 
  • Quantitative Research Methods in Political Science
  • Local Governance and Rural Development in Bangladesh
  • Principles of International Trade and Finance
  • Military and Power in Comparative Perspective
  • Political and Constitutional Development in Bangladesh (1971- till date)
  • Politics, power and Corruption
  • International Politics since World War II
  • Government and Politics in Middle East
  • Political Economy of Bangladesh
  • Democracy and Democratization
  • Gender and Politics in Bangladesh
  • Government and Politics in South Asia
  • Geopolitics and Bangladesh
  • Research Methodology In Political Science
  • Political and Developmental Issues In Asia, Africa and Latin America
  • Politics of Identity: Ethnicity, Religion and Nationalism
  • Globalization, Regionalism and and International Financial Institutions
  • Non- Traditional Security Issues: Environment and Migration
  • Human Rights and Political violence
  • Public Sector Management in Comparative Perspective


রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট বাংলাদেশে কোথায় পড়ানো হয়ঃ

বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পড়ানো হয়। নিচে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পড়ানো হয় এমন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা তুলে ধরা হলঃ

যেসব সরকারি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পড়ানো হয়ঃ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
  • ইসলামী বিশ্ববিদ্যালয়
  • বরিশাল বিশ্ববিদ্যালয়
  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
  • জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজ
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়


যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পড়ানো হয়ঃ

  • বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
  • University of Development Alternative
  • The People's University of Bangladesh
  • Sheikh Fazilatunnesa Mujib University
  • Shanto- Mariam University of Creative Technology
  • Queens University
  • Northern University Bangladesh
  • North Bengal International University
  • Gono Bishwabidyalay
  • Dhaka International University
  • Asian University of Bangladesh


রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে বাংলাদেশে চাকরিঃ 

রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রিভিউ আর্টিকেলের অন্যতম চমকপ্রদ অংশ হল রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে বাংলাদেশে চাকরি।রাষ্ট্রবিজ্ঞান  সাবজেক্ট নিয়ে পড়ে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল উভয় চাকরিই পাওয়া যায়। নিম্নে রাষ্ট্র বিজ্ঞান সাবজেক্ট নিয়ে টেকনিক্যাল চাকরির তালিকা তুলে ধরা হলঃ
 রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট  পড়ে টেকনিক্যাল চাকরিঃ

  • রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পড়ে সরকারি- বেসরকারি স্কুল পর্যায়ে শিক্ষকতার সুযোগ পাওয়া যায়।যেমনঃ-সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
  • সরকারি কলেজ শিক্ষকতাঃ প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান)
  • বেসরকারি কলেজে শিক্ষকতা
  • সরকারি শিক্ষক- প্রশিক্ষণ কলেজে শিক্ষকতাঃ প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান)
  • বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শিক্ষকতা- প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান)
  • সরকারি- বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতাও রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের অন্যতম আকর্ষন।
  • দূতাবাস সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে রিসার্চ স্পেশালিস্ট
  • মেরিন একাডেমীতে- শিক্ষা কর্মকর্তা (মানবিক)


সরকারি- বেসরকারি মাদ্রাসা পর্যায়ে শিক্ষকতাও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের অন্যতম চাকরির সুবিধা। মাদ্রাসা পর্যায়ে পদবিগুলো উল্লেখ করা হলঃ

  • সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
  • প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান)


বিভিন্ন এনজিওসহ আন্তর্জাতিক সংস্থায় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা অনায়াসে সুযোগ পেতে পারে। নিচে কয়েকটি পদবি তুলে ধরা হলঃ

  • political affairs coordinator
  • prevention officer 
  • project manager/deputy project manager
  • humanitarian access advisor
  • protection program manager
  • communications officer 
  • policy and advocate coordinator
  • Research assistant

তাছাড়া অনেক সরকারি- বেসরকারি চাকরিতে শুধুই Bachelor of Social Science (BSS) ডিগ্রীধারী চাওয়া হয়।রাষ্ট্রবিজ্ঞান  সাবজেক্ট নিয়ে পড়াশুনা শেষে ডিগ্রী হিসেবে BSS দেওয়া হয় তাই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য চাকরিক্ষেত্রে আলাদা সুযোগ বিদ্যমান। 


রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পড়ে নন টেকনিক্যাল চাকরিঃ

  • রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের শিক্ষার্থীরা অনায়াসে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন জেনারেল ক্যাডারে এবং নন ক্যাডারে চাকরি পেতে পারে।
  • সরকারি জেনারেল চাকরিতে  (অর্থাৎ যে সব চাকরির যোগ্যতা যে কোন বিষয়ে স্নাতক) অনায়াসে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা সুযোগ পেয়ে থাকে।
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারী ব্যাংক ও সরকারি বা বেসরকারী আর্থিক প্রতিষ্টানে চাকরি
  • করপোরেট চাকরি
  • এনজিও চাকরি 
  • ইত্যাদি

বি.দ্র. সব নন টেকনিক্যাল চাকরির বেলায় যোগ্যতা হিসেবে শুধুই স্নাতক পাশ চাওয়া হয়।নন টেকনিক্যাল চাকরির ক্ষেত্রে কোন সাবজেক্টকে অগ্রাধিকারও দেওয়া হয়না। যেকোনো সাবজেক্টে পড়ে নন টেকনিক্যাল চাকরি পাওয়া যায়।



রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষাঃ

রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রিভিউ নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের অন্যতম আকর্ষনীয় হল রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষা। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে  বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এমফিল ও পিএইচডি ডিগ্রী বিদ্যমান। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পড়ানো হয় এমন নিচে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ লিংকসহ দেওয়া হলঃ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষাঃ


হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষাঃলিংক

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষাঃ লিংক

ম্যাসাচুসেট্‌স ইন্সটিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষাঃ-লিংক

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়-লিংক

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ঃলিংক

University of Victoria:লিংক

University of North Carolina- Chapel Hill-লিংক

Dalhousie university-লিংক

University of Iowa-লিংক

University of British Columbia-লিংক

University of Kansas-লিংক
Next Post Previous Post