পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্ট রিভিউ

পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্ট রিভিউ-pali and buddhist studies subject review-পালি ভাষা ও সাহিত্য

Pali and Buddhist Studies Subject Review

পালি হল প্রাচীন ভারতের অন্যতম ভাষা। এই পালি ভাষায় গৌতম বুদ্ধ ধর্ম প্রচার করেছেন। তাছাড়া গৌতম বুদ্ধের বাণীও এই পালি ভাষায় লিখিত ও সংরক্ষিত হয়েছে। নিচে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্ট রিভিউ তুলে ধরা হলঃ

পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্টের কোর্সসমূহঃ

পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্টে ভর্তির পূর্বে প্রথমেই জানা দরকার পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্টের কোর্সসমূহ নিয়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্টের কোর্সসমূহ অনেকটাই এক। নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্টের  কোর্সসমূহ তুলে ধরা হলঃ

  • History of Pali Language
  • Pali Grammar and Translation
  • বাংলা ভাষা ও সাহিত্য 
  • History of Pali Literature
  • Life and Basic Teachings of Buddha
  • English language 
  • Sutta Pitaka: Poetry
  • Comparative Philology
  • Project Management
  • Sutta Pitaka: Prose
  • Pali Semi Canonical Texts
  • Computer Science
  • Vinay Pitaka: Buddhist Principles
  • Buddhism in Bangladesh
  • Political and Religious History of Buddhism in Ancient India
  • Bangladesh Studies
  • Abhidhamma Pitaka: Theravada Philosophy
  • Pali Chronicle Literature
  • Buddhist Jatakas, Apadana and Fables
  • Grammatical Analysis of Pali Texts And Translations
  • Buddhist Iconography
  • Geography & Topography of Early Buddhism
  • Mahayana Buddhist Literature and Philosophy
  • Applied Buddhism
  • Buddhist House Holder's Disciplinary Code
  • Pali Prosody and Rhetoric's
  • Buddhism and Bengali Literature
  • Research Methodology

পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ  বাংলাদেশে কোথায় পড়ানো হয়ঃ

পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্ট বাংলাদেশের অল্প কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়।নিচে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ পড়ানো হয় এমন বিশ্ববিদ্যালয়ের তালিকা তুলে ধরা হলঃ 

যেসব সরকারি বিশ্ববিদ্যালয়ে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ পড়ানো হয়ঃ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ পড়ানো হয়ঃ

আজ পর্যন্ত কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্ট চালু করা হয় নি। পরবর্তীতে চালু করা হলে তথ্য আপডেট করা হবে।


পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ নিয়ে বাংলাদেশে চাকরিঃ

পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্ট রিভিউ এর কেন্দ্রীয় আকর্ষণ হল পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্ট নিয়ে বাংলাদেশে চাকরি। পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্ট পড়ে বাংলাদেশে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল উভয়ই চাকরি পাওয়া যায়। নিচে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল উভয় চাকরিই তুলে ধরা হলঃ

পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্ট নিয়ে টেকনিক্যাল চাকরিঃ

  • পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্ট পড়ে সরকারি- বেসরকারি স্কুল পর্যায়ে শিক্ষক হওয়া যায়। যেমন- সহকারী শিক্ষক -ধর্ম ও নৈতিক শিক্ষা-(বৌদ্ধধর্ম)
  • সরকারি- বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে- সহকারী শিক্ষক-ধর্ম ও নৈতিক শিক্ষা( বৌদ্ধধর্ম)
  • সরকারি কলেজ শিক্ষকতাঃ প্রভাষক (পালি)
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতাও পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্টের অন্যতম আকর্ষণীয়  চাকরি ।
  • পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্ট নিয়ে পড়লে  জাদুঘরে- সহকারী কিউরেটর/ কিপার (৯ম গ্রেড) হওয়ার সুযোগ থাকে ।
  • পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিষয়ক কনটেন্ট রাইটার


পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্ট নিয়ে নন-টেকনিক্যাল চাকরিঃ
  • পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্টের শিক্ষার্থীরা  বিসিএস পরীক্ষায় জেনারেল ক্যাডার  এবং  নন ক্যাডারে চাকরি পেতে পারে।
  • সরকারি জেনারেল চাকরির পরীক্ষায় (অর্থাৎ যে সব চাকরির যোগ্যতা যে কোন বিষয়ে স্নাতক) পালি ও বুদ্ধিস্ট স্টাডিজের শিক্ষার্থীরা অংশ নিতে পারে। 
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারী ব্যাংক ও সরকারি বা বেসরকারী আর্থিক প্রতিষ্টানে চাকরির সুযোগ পেয়ে থাকে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্টের শিক্ষার্থীরা।
  • করপোরেট চাকরি, এনজিও চাকরিও পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্টের শিক্ষার্থীরা পেতে পারে নিজ দক্ষতা বলে।
  • ইত্যাদি

বি.দ্র. সব নন টেকনিক্যাল চাকরির বেলায় যোগ্যতা হিসেবে শুধুই স্নাতক পাশ চাওয়া হয়।নন টেকনিক্যাল চাকরির ক্ষেত্রে কোন সাবজেক্টকে অগ্রাধিকারও দেওয়া হয়না। যেকোনো সাবজেক্টে পড়ে নন টেকনিক্যাল চাকরি পাওয়া যায়।


পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্ট  নিয়ে উচ্চশিক্ষাঃ

পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্ট রিভিউয়ের অন্যতম চুম্বক অংশ হল পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষা। পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্ট  নিয়ে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রী বিদ্যমান।নিচে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ লিংকসহ দেওয়া হলঃ-

  • পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ সাবজেক্ট নিয়ে  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা -লিংক


এছাড়াও বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার অনেক বিশ্ববিদ্যালয়েও পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ  নিয়ে মাস্টার্স, এমফিল ও পিএইচডি করার সুযোগ রয়েছে।