আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্ট রিভিউ

আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্ট রিভিউ-international relations subject review in bangla

International Relations  Subject Review/IR Subject Review

কূটনীতি হল একধরণের কৌশল যা দ্বারা দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নির্ধারিত হয়।এই কূটনীতির প্রয়োজনীয়তা  থেকেই বিশ শতকে  আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্টের উদ্ভব হয়।নিচে আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্ট রিভিউ তুলে ধরা হলঃ

আন্তর্জাতিক সম্পর্কের কোর্সসমূহঃ

আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্টে ভর্তির পূর্বে আন্তর্জাতিক সম্পর্কের কোর্সসমূহ সম্পর্কে জানা দরকার। বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কোর্সসমূহ অনেকটাই এক। তারই প্রেক্ষিতে নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্টের  কোর্স টাইটেলগুলো তুলে ধরা হলঃ

  • Introduction to International Relations
  • International Relations in History
  • Contemporary Global Issues
  • Fundamentals of Political Science
  • Introduction to Sociology
  • Fundamentals of Economics
  • Political Geography
  • History and Politics of Bangladesh
  • Comparative Political Systems
  • Media and International Relations
  • Politics of International and Regional Institutions
  • Foreign Language: Part I
  • Political Thoughts and Ideologies in International Relations
  • Qualitative Methods in Social Research
  • Quantitative Methods in Social Research
  • Foreign Language: Part II
  • Theories of International Relations
  • International Law
  • Strategic Studies
  • Foreign Policy Analysis
  • Comparative Foreign Policies
  • Bangladesh in Global Affairs
  • International Diplomacy and Negotiations
  • Global Environmental Politics
  • Globalisation, Development and Governance
  • Maritime
  • Gender in International Relations
  • Refugees, Migrants and the Displaced
  • International Security
  • International Political Economy
  • State, Civil Society, and Human Rights
  • Global Public Policy
  • Political Psychology

আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশে কোথায় পড়ানো হয়ঃ

বাংলাদেশে সরকারি-বেসরকারি নানা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিএসএস কোর্স চালু আছে। নিচে আন্তর্জাতিক সম্পর্ক পড়ানো হয় এমন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা পর্যায়ক্রমে তুলে ধরা হলঃ 

যেসব সরকারী বিশ্ববিদ্যালয়ে  আন্তর্জাতিক সম্পর্ক পড়ানো হয়ঃ

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক পড়ানো হয়ঃ

সরকারি বিশ্ববিদ্যালয়ের গন্ডিতে আন্তর্জাতিক সম্পর্ক সীমাবদ্ধ না, বেসরকারি বিশ্ববিদ্যালয়েও আন্তর্জাতিক সম্পর্ক  বিভাগ চালু আছে। তবে দুএকটি  বেসরকারি বিশ্ব বিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক  সাবজেক্ট চালু আছে। নিচে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা তুলে ধরা হলঃ

  • Queens University
  • Independent university Bangladesh



পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্ট চালু করা হলে তথ্য আপডেট করা হবে।

আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বাংলাদেশে চাকরি:

আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্ট রিভিউ আর্টিকেলের অন্যতম চুম্বক অংশ  আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বাংলাদেশে চাকরি। আন্তর্জাতিক সম্পর্ক  নিয়ে বাংলাদেশে সাধারণ ও বিশেষ চাকরি দুই-ই বিদ্যমান। নিম্নে বাংলাদেশে আন্তর্জাতিক সম্পর্ক  নিয়ে সাধারন ও বিশেষ চাকরি সমূহ পর্যায়ক্রমে তুলে ধরা হলঃ 

আন্তর্জাতিক সম্পর্ক  নিয়ে বাংলাদেশে বিশেষ চাকরিসমূহঃ

  • সরকারি- বেসরকারি স্কুল পর্যায়ে শিক্ষকতাসহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
  • সরকারি- বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা
  • দূতাবাস সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে রিসার্চ স্পেশালিস্ট
  • সেনাবাহিনীর এডুকেশন কোরে- লেফটেন্যান্ট পদে কমিশনও আন্তর্জাতিক সম্পর্ক  সাবজেক্টের অন্যতম চাকরি। 
  • ব্যাংক, বিশ্ববিদ্যালয়সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা(Public Relations Officer) হিসেবে চাকরিও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের অন্যতম সুযোগ। 


বিভিন্ন  দূতাবাস, এনজিওসহ আন্তর্জাতিক সংস্থায় আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে চাকরির সুযোগ রয়েছে। নিচে পদবিসমূহ উল্লেখ করা হলঃ 

  • humanitarian access advisor
  • protection program manager
  • communications officer 
  • policy and advocate coordinator
  • Capacity Sharing Officer
  • 4Mi Officer
  • Project Coordinator
  • Protection and Rule of Law Coordinator
  • Embassy Representative
  • ইত্যাদি


তাছাড়া অনেক সরকারি- বেসরকারি চাকরিতে শুধুই Bachelor of Social Science (BSS) ডিগ্রীধারী চাওয়া হয়। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশুনা শেষে ডিগ্রী হিসেবে BSS দেওয়া হয় আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থীদের জন্য চাকরিক্ষেত্রে আলাদা সুযোগ বিদ্যমান। 

আন্তর্জাতিক সম্পর্ক  নিয়ে বাংলাদেশে বিশেষ  চাকরিসমূহঃ


শুধুই বিশেষ চাকরির মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা সীমাবদ্ধ নয়।আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্টের শিক্ষার্থীরা অন্যান্য সাবজেক্টের মত সাধারণ চাকরির সুযোগও পেয়ে থাকে। নিচে আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্ট নিয়ে সাধারণ চাকরির তালিকা তুলে ধরা হল:

  • আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্টের শিক্ষার্থীরা অনায়াসে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে জেনারেল ক্যাডারে এবং নন ক্যাডারে চাকরি পেতে পারে।
  • সরকারি জেনারেল চাকরিতে (অর্থাৎ যে সব চাকরির যোগ্যতা যে কোন বিষয়ে স্নাতক) অনায়াসে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা সুযোগ পেয়ে থাকে।
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারী ব্যাংক ও সরকারি বা বেসরকারী আর্থিক প্রতিষ্টানে চাকরির সুবিধাও আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থীরা পেয়ে থাকে।
  • করপোরেট চাকরি
  • এনজিও চাকরি 
  • ইত্যাদি

বি.দ্র. সব সাধারণ চাকরির বেলায় যোগ্যতা হিসেবে শুধুই স্নাতক পাশ চাওয়া হয়। সাধারণ চাকরির ক্ষেত্রে কোন সাবজেক্টকে অগ্রাধিকারও দেওয়া হয়না। যেকোনো সাবজেক্টে পড়ে সাধারণ চাকরি পাওয়া যায়।

আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে উচ্চশিক্ষাঃ

আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্ট রিভিউ পড়তে আসা ভিজিটরদের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে উচ্চশিক্ষার সুযোগ।আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স, এমফিল পিএইচডি ডিগ্রী বিদ্যমান।নিচে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ লিংকসহ দেওয়া হলঃ

  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে উচ্চশিক্ষা-লিংক
  • London School of Economics and Political Science-লিংক
  • ইত্যাদি

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে  মাস্টার্স ,এমফিল ও পিএইচডির সুযোগ বিদ্যমান।

আজ এই পর্যন্ত ছিল আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্ট রিভিউ। পরবর্তীতে তথ্যের পরিবর্তন হলে হালনাগাদ কয়া হবে।