ইংরেজি সাবজেক্ট রিভিউ

ইংরেজি সাবজেক্ট রিভিউ-english subject review in bangla-ইংরেজি ভাষা ও সাহিত্য সাবজেক্ট রিভিউ

English Subject Review

মানুষের  ভাবতে, অনুভব করতে ও প্রকাশ করতে শেখার সাথে সাথে সাহিত্যের সূচনা  হয়েছে। এককথায়, মানুষের অনুভূতি ও ভাবের প্রকাশই হল সাহিত্য। আর ইংল্যান্ডের বিশ্বের নানাপ্রান্তে উপনিবেশ গঠন ও পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থ সামাজিক ও বৈজ্ঞানিক প্রভাবের ফলে  ইংরেজি ভাষার সবচেয়ে বেশি বিস্তার হয়েছে। নিচে ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে একটি সাবজেক্ট রিভিউ তুলে ধরা হলঃ

ইংরেজি সাবজেক্টের কোর্সসমূহঃ

ইংরেজি বিভাগে বি.এ কোর্সে  ভর্তি হওয়ার আগে একজন সচেতন শিক্ষার্থীর উচিত ইংরেজি সাবজেক্টের কোর্সসমুহ জেনে ভর্তি হওয়া। বাংলাদেশের  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাবজেক্টের কোর্সসমূহ অনেকটাই অভিন্ন। নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাবজেক্টের  কোর্স টাইটেলসমূহ তুলে ধরা হলঃ  

  • Developing English Language Skills
  • Introduction to Literature (Critical Appreciation)
  • Introduction to Bangla Literature
  • Bangladesh Studies
  • Developing Writing Skills
  • Introduction to Prose and Drama
  • Introduction to Poetry
  • Academic Writing
  • Romantic Poetry
  • English Novel from Austen to Hardy
  • Introduction to Linguistics
  • English Drama from Marlowe to Congreve
  • Victorian Literature
  • Introduction to English Language Teaching
  • Poetry from Spenser to Pope
  • History of England
  • Language and Society
  • English Prose from Bacon to Burke
  • History of Western Ideas
  • Old and Middle English
  • English For Professional Purposes
  • Teaching Second Language Skills
  • 20th Century Literature (Poetry and Drama)
  • Classics in Translation
  • American Literature
  • 20th Century Fiction
  • Critical Theory
  • Shakespeare
  • Language Through Literature
  • Language and Media


ইংরেজি সাবজেক্ট বাংলাদেশে কোথায় পড়ানো হয়ঃ

বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্ট চালু আছে।নিচে অনার্সে ইংরেজি সাবজেক্ট চালু আছে এমন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা পর্যায়ক্রমে  তুলে ধরা হলঃ


যেসব সরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্ট চালু আছেঃ 

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
  • খুলনা বিশ্ববিদ্যালয়
  • বরিশাল বিশ্ববিদ্যালয়
  • শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস 
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
  • ইসলামী বিশ্ববিদ্যালয়
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয
  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজ
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়



যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্ট চালু আছেঃ

বাংলাদেশে ইংরেজি নিয়ে চাকরির বাজারে  বেশ কিছু সুবিধা থাকার কারণে  প্রায় বেসরকারি প্রতিষ্ঠানে ইংরেজি ভাষা ও  সাহিত্য সাবজেক্ট  পড়ানো হয়।নিচে ইংরেজি সাবজেক্ট চালু আছে এমন  কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দেওয়া হলঃ

  • বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
  • University of Development Alternative
  • The People's University of Bangladesh
  • Sheikh Fazilatunnesa Mujib University
  • Shanto-Mariam University of Creative Technology
  • Queens University
  • Northern University Bangladesh
  • North Bengal International University
  • Gono Bishwabidyalay
  • Dhaka International University
  • Asian University of Bangladesh
  • World University of Bangladesh
  • Uttara University
  • University of Liberal Arts Bangladesh
  • University of Global Village
  • University of Creative Technology
  • University of Asia Pacific
  • State university of Bangladesh
  • Stamford University Bangladesh
  • Southeast University
  • North South University
  • Manarat International University
  • Leading University
  • International Islamic University
  • Independent University
  • Green University
  • Daffodil International University
  • Central Women University
  • Brac University
  • Canadian University
  • Atish Dipankar University of Science & Technology
  • American International University Bangladesh
  • Asian University of Bangladesh
  • East West university 
  • ইত্যাদি


পরবর্তীতে আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্ট  চালু হলে তথ্য আপডেট করা হবে। 

ইংরেজি  সাবজেক্টে পড়ে বাংলাদেশে চাকরিঃ 

ইংরেজি সাবজেক্ট রিভিউ আর্টিকেল পড়তে আসা শিক্ষার্থীদের অন্যতম আগ্রহের বিষয় হল ইংরেজি সাবজেক্ট পড়ে বাংলাদেশে চাকরি সুবিধা। কলা অনুষদের নানান সাবজেক্টকে পিছনে ফেলে বাংলাদেশের জব সেক্টরে একটু এগিয়ে আছে ইংরেজি সাবজেক্ট। ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়াশুনার পর সাধারণ  ও বিশেষ  দুই ধরণের চাকরিই পাওয়া যায়।  নিচে পর্যায়ক্রমে ইংরেজি সাবজেক্ট নিয়ে বিশেষ ও সাধারণ চাকরির তালিকা তুলে ধরা হলঃ  

ইংরেজি সাবজেক্ট নিয়ে বিশেষ  চাকরিঃ 

  • ইংরেজি নিয়ে পড়াশুনা করে সহজেই সরকারি- বেসরকারি স্কুল পর্যায়ে শিক্ষক হওয়া যায়। যেমনঃ- সহকারী শিক্ষক (ইংরেজি)
  • সরকারি কলেজ শিক্ষকতাঃ প্রভাষক (ইংরেজি)
  • বেসরকারি কলেজে শিক্ষকতা
  • সরকারি শিক্ষক- প্রশিক্ষণ কলেজে শিক্ষকতাঃ প্রভাষক (ইংরেজি)
  • বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শিক্ষকতা- প্রভাষক (ইংরেজি)
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা
  • সেনাবাহিনীর এডুকেশন কোরে (এইসি) লেফটেন্যান্ট পদ হিসেবে চাকরির সুযোগ থাকছে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের।
  • শুধু সেনাবাহিনীতেই নয়, নৌবাহিনীর শিক্ষা শাখায় কমিশন্ড অফিসার- আক্টিং ইনস্ট্রাক্টর সাব লেফটেন্যান্ট পদ হিসেবে অভাবনীয় সুযোগ থাকছে ইংরেজি সাবজেক্টের শিক্ষার্থীদের।
  •  ইংরেজি সাবজেক্টের শিক্ষার্থীদের অন্যতম চাকুরি সুবিধা হল দূতাবাস সহ সরকারি- বেসরকারি সংস্থায় দোভাষী হিসেবে চাকরি
  • বিভিন্ন ব্যাংকে- ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
  • মেরিন একাডেমীতে- শিক্ষা কর্মকর্তা (ইংরেজি)
  • ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ক কনটেন্ট রাইটার
  • আইইলটিএস ইন্সট্রাক্টর হওয়ার সুযোগ রয়েছে ইংরেজি সাবজেক্টের শিক্ষার্থীদের



সরকারি- বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও ইংরেজির শিক্ষার্থীদের ভাল  চাকরির সুযোগ রয়েছে। নিচে কারিগরি প্রতিষ্ঠানের পদবিগুলো উল্লেখ করা হল, যেইসব পদবি ইংরেজি সাবজেক্টের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

  • সহকারী শিক্ষক (ইংরেজি)
  • ইনস্ট্রাক্টর (ইংরেজি)
  • প্রভাষক (ইংরেজি)



বস্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট সমূহে-

  • ইনস্ট্রাক্টর (কলা)
  • সহকারী শিক্ষক (ভাষা)



সরকারি- বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতাও ইংরেজি সাবজেক্টের শিক্ষার্থীদের চাকরির সুবিধা সমৃদ্ধ করেছে। নিচে পদবিগুলো উল্লেখ করা হলঃ 

  • সহকারী শিক্ষক (ইংরেজি)
  • প্রভাষক (ইংরেজি)



এনজিওসহ আন্তর্জাতিক সংস্থায়ও রয়েছে ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষার্থীদের দৌরাত্ম্য। নিচে পদবিগুলো উল্লেখ করা হলঃ

  • কমিউনিকেশনস অফিসার
  • রিলেশনশিপ অফিসার
  • প্রোগ্রাম আসোসিয়েট
  • কমিউনিকেশন স্পেশালিস্ট
  • Embassy Representative

ইংরেজি সাবজেক্ট নিয়ে সাধারণ  চাকরিঃ 

শুধুই বিশেষ চাকরির মধ্যে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা সীমাবদ্ধ নয়। ইংরেজি সাবজেক্টের শিক্ষার্থীরা অন্যান্য সাবজেক্টের মত সাধারণ চাকরির সুযোগও পেয়ে থাকে। নিচে ইংরেজি সাবজেক্ট নিয়ে সাধারণ চাকরির তালিকা তুলে ধরা হল;

  • ইংরেজি সাবজেক্টের শিক্ষার্থীরা অনায়াসে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে জেনারেল ক্যাডারে এবং নন ক্যাডারে চাকরি পেতে পারে।
  • সরকারি জেনারেল চাকরিতে  (অর্থাৎ যে সব চাকরির যোগ্যতা যে কোন বিষয়ে স্নাতক) অনায়াসে ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষার্থীরা সুযোগ পেয়ে থাকে।
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারী ব্যাংক ও সরকারি বা বেসরকারী আর্থিক প্রতিষ্টানে চাকরির সুবিধাও ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষার্থীরা পেয়ে থাকে।
  • করপোরেট চাকরি
  • এনজিও চাকরি 
  • ইত্যাদি



বি.দ্র. সব নন টেকনিক্যাল চাকরির বেলায় যোগ্যতা হিসেবে শুধুই স্নাতক পাশ চাওয়া হয়।নন টেকনিক্যাল চাকরির ক্ষেত্রে কোন সাবজেক্টকে অগ্রাধিকারও দেওয়া হয়না। যেকোন সাবজেক্টে পড়ে নন টেকনিক্যাল চাকরি পাওয়া যায়।

ইংরেজি নিয়ে উচ্চশিক্ষাঃ

ইংরেজি সাবজেক্ট রিভিউ শীর্ষক আর্টিকেলের অন্যতম চুম্বক অংশ হল ইংরেজি নিয়ে উচ্চশিক্ষা। ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রী বিদ্যমান। এছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাষাতত্ত্ব নিয়েও ইংরেজি  স্নাতকধারীদের ভাল সুযোগ রয়েছে।নিচে ভাষাতত্ত্ব ও ইংরেজি সাহিত্য চালু আছে এমন  কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ লিংকসহ দেওয়া হল-

  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্ব ও ইংরেজি সাহিত্য নিয়ে উচ্চশিক্ষাঃ

  1. মাস্টার্স-লিংক
  2. এমফিল, পিএইচডি-লিংক
  3. ভাষাতত্ত্ব-লিংক

  • ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি  সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষাঃ-লিংক
  • হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্ট  নিয়ে উচ্চশিক্ষাঃ-লিংক
  • স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়-লিংক


তাছাড়া বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্ট নিয়ে উচ্চতর শিক্ষার সুযোগ বিদ্যমান।
ইংরেজি সাবজেক্ট রিভিউ এই পর্যন্ত থাকল। পরবর্তীতে তথ্য পরিবর্তন হলে যথাশীঘ্রই হালনাগাদ করা হবে। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url