বাংলা সাবজেক্ট রিভিউ

বাংলা (বাংলা ভাষা ও সাহিত্য) সাবজেক্ট রিভিউ-bangla subject reviewBangla Subject Review

বৌদ্ধ সন্ন্যাসীদের হাতে রচিত চর্যাপদ থেকে বাংলা সাহিত্যের যে সূচনা হয়েছিল তা কালের আবর্তে বিকশিত হয়ে আজ বিশ্বের সাহিত্যসম্ভারে মর্যাদার আসন করে নিয়েছে। নিচে বাংলা ভাষা ও সাহিত্য  নিয়ে সাবজেক্ট রিভিউ উপস্থাপন করা হলঃ


বাংলা সাবজেক্টের কোর্সসমূহঃ

বাংলা সাবজেক্ট নির্বাচন করার পূর্বে বাংলাসাবজেক্টের কোর্সসমূহ জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোর  বাংলা সাবজেক্টের  কোর্সসমূহ প্রায় একই। তাই, নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাবজেক্টের কোর্সের শিরোনামগুলো তুলে ধরা হলঃ

  • History and Culture of Bengali Nation
  • History of Bengali Literature
  • Phonetics and Bengali Grammar
  • Poetics: Form, Content, Metre and Rhetoric
  • Medieval Bengali Poetry
  • Modern Bengali Poetry
  • Bengali Folk Literature and Folkloristics
  • Bengali Short Story
  • Bengali Novel
  • Bengali Drama
  • Literature of Bangladesh: A History
  • Ancient and Medieval Bengali Poetry
  • Bengali Essay
  • Sociology and Philosophy
  • English Language and Literature
  • Linguistics
  • Literary Theory and Bengali Literary Criticism
  • Development of Bengali Language and Manuscript- Reading
  • Literature of Bangladesh Liberation War
  • Classical Literature
  • Literary Research: Theory and Practice


বাংলা সাবজেক্ট বাংলাদেশে কোথায় পড়ানো হয়ঃ

 আমাদের দেশে অনেক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট পড়ানো হয়। নিম্নে বাংলা সাবজেক্ট পড়ানো হয় এমন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা পর্যায়ক্রমে তুলে ধরা হলঃ

বাংলা সাবজেক্ট পড়ানো হয় এমন সরকারি বিশ্ববিদ্যালয়ঃ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • বরিশাল বিশ্ববিদ্যালয়
  • শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় 
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
  • ইসলামী বিশ্ববিদ্যালয়
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয
  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজ
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলা সাবজেক্ট পড়ানো হয় এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ঃ

শুধুই সরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট পড়ানো হয় তা কিন্তু নয়। বাংলা সাবজেক্টের চাহিদা থাকায় অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ও বাংলা বিভাগ চালু করেছে।নিচে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের তালিকা তুলে ধরা হলঃ

  • University of Development Alternative
  • Northern University Bangladesh
  • North Bengal International University
  • Gono Bishwabidyalay
  • Uttara University
  • Southeast University
  • Leading University
  • Asian University of Bangladesh
  • Sonargaon University
  • Rabindra Maitree University
  • prime university
  • CCN University of Science & Technology
  • ইত্যাদি

পরবর্তীতে অন্যান্য  সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু হলে তথ্য যুক্ত করা হবে।

বাংলা সাবজেক্ট  নিয়ে বাংলাদেশে চাকরিঃ 

বাংলা সাবজেক্ট রিভিউ শীর্ষক এই আর্টিকেলের অন্যতম চুম্বক অংশ হল বাংলা সাবজেক্ট নিয়ে বাংলাদেশে চাকরি সুবিধা।বাংলা সাবজেক্টে পড়াশুনা শেষ করে একজন শিক্ষার্থী বিশেষ ও সাধারণ উভয়ই চাকরি পেতে পারে। নিচে বাংলা সাবজেক্ট নিয়ে বিশেষ ও সাধারণ চাকরি পর্যায়ক্রমে তুলে ধরা হলঃ

বাংলা সাবজেক্ট নিয়ে বিশেষ চাকরির তালিকাঃ

  • বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশুনা শেষে  সরকারি- বেসরকারি স্কুল পর্যায়ে শিক্ষক হওয়ার সুবিধা বিদ্যমান।যেমন- সহকারী শিক্ষক (বাংলা)
  • সরকারি কলেজ শিক্ষকতাঃ প্রভাষক(বাংলা)
  • বেসরকারি কলেজে শিক্ষকতা
  • সরকারি শিক্ষক- প্রশিক্ষণ কলেজে শিক্ষকতাঃ প্রভাষক(বাংলা)
  • বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে(বিকেএসপি) শিক্ষকতা- প্রভাষক(বাংলা)
  • সরকারি- বেসরকারি বিদ্যালয় পর্যায়ে শিক্ষকতাই বাংলা সাবজেক্টের বোধহয় সবচেয়ে আকর্ষণীয় চাকরি। বাংলা বিভাগের অনেক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে শিক্ষক হওয়ার স্বপ্ন থাকে।
  • সেনাবাহিনীর এডুকেশন কোরে (এইসি) লেফটেন্যান্ট পদে চাকরির সুযোগ থাকছে বাংলা সাবজেক্টের শিক্ষার্থীদের।
  • নৌবাহিনীর শিক্ষা শাখায় কমিশন্ড অফিসার- আক্টিং ইনস্ট্রাক্টর সাব লেফটেন্যান্ট পদও বাংলা বিভাগের শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণীয় চাকরি।
  •  বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক কনটেন্ট রাইটার


সরকারি- বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা সাবজেক্টের শিক্ষার্থীদের চাকরির সুযোগ রয়েছে।নিচে পদবিসমূহ তুলে ধরা হলঃ

  • সহকারী শিক্ষক (বাংলা)
  • ইনস্ট্রাক্টর (বাংলা)
  • প্রভাষক (বাংলা)

বস্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট সমূহেও বাংলা সাবজেক্টের শিক্ষার্থীদের চাকরির সুযোগ রয়েছে।নিচে পদবিসমূহ তুলে ধরা হলঃ

  • ইনস্ট্রাক্টর (কলা)
  • সহকারী শিক্ষক (ভাষা)
সরকারি- বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতাও বাংলা সাবজেক্টের শিক্ষার্থীদের একটি অন্যতম সুযোগ। নিচে পদবিসমূহ তুলে ধরা হলঃ

  • সহকারী শিক্ষক ( বাংলা)
  • প্রভাষক (বাংলা)


বাংলা সাবজেক্ট নিয়ে সাধারণ চাকরির তালিকাঃ

এতক্ষণ  বাংলা সাবজেক্টের বিশেষ  চাকরি নিয়ে কথা বললাম। এবার বলব, বাংলা  সাবজেক্টের সাধারণ চাকরির সুযোগ নিয়ে।  বাংলা সাবজেক্টের সাধারণ  চাকরির সুযোগ সমূহ নিম্নে তুলে ধরা হলঃ

১।বাংলা সাবজেক্টের  শিক্ষার্থীরা অনায়াসে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে জেনারেল ক্যাডার এবং নন ক্যাডার হিসেবে চাকরি পেতে পারে।

২। সরকারি -বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সহজেই চাকরির সুযোগ পেয়ে থাকে অন্যান্য সাবজেক্টের শিক্ষার্থীদের মত।

৩। তাছাড়া   বাংলা  সাবজেক্টের শিক্ষার্থীরা কর্পোরেট চাকরিসহ  আন্তর্জাতিক চাকরিসমূহে নিয়োগ পেতে পারে নিজ দক্ষ
তাবলে।


বি.দ্র. সব নন টেকনিক্যাল চাকরির বেলায় যোগ্যতা হিসেবে শুধুই স্নাতক পাশ চাওয়া হয়।নন টেকনিক্যাল চাকরির ক্ষেত্রে কোন সাবজেক্টকে অগ্রাধিকারও দেওয়া হয়না। যেকোন সাবজেক্টে পড়ে নন টেকনিক্যাল চাকরি পাওয়া যায়।

বাংলা সাবজেক্ট  নিয়ে উচ্চশিক্ষাঃ

বাংলা সাবজেক্ট রিভিউ পড়তে আসা অনেক শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণ হল বাংলা সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষা। বাংলা সাবজেক্ট নিয়ে বাইরের দেশের বিশ্ববিদ্যালয়ে সরাসরি কোন কোর্স চালু নেই।তবে আশার কথা হলঃ বাংলা নিয়ে অরিয়েন্টাল স্টাডিজ, এশিয়ান স্টাডিজ ও সাউথ এশিয়ান স্টাডিজ অনুষদের  অধীনে কিছু বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রী বিদ্যমান।তাছাড়া  উচ্চতর শিক্ষার ক্ষেত্রে ভাষাবিজ্ঞান নিয়েও বাংলা স্নাতকধারীদের ভাল সুযোগ রয়েছে। আমাদের দেশের জনপ্রিয় লেখক হুমায়ুন আজাদ পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। পরবর্তীতে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানের উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

নিচে বাংলা  নিয়ে  কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষার উদাহরণ লিংকসহ দেওয়া হল-

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট  নিয়ে উচ্চশিক্ষা ঃ

  •  সাউথ এশিয়ান স্টাডিজ-লিংক


হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট  নিয়ে উচ্চশিক্ষা ঃ

  • সাউথ এশিয়ান স্টাডিজ-লিংক


ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়-লিংক

স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়-লিংক

University College London-লিংক

University of Chicago-লিংক

Yale University-লিংক

University of Edinburgh-লিংক

Columbia University-লিংক

Cornell University-লিংক


বাংলা সাবজেক্ট রিভিউ এই পর্যন্তই। পরবর্তীতে তথ্য পরিবর্তন হলে যথাশীঘ্রই হালনাগাদ করা হবে।