সকল সিমের প্রয়োজনীয় কোড

সকল সিমের প্রয়োজনীয় কোড

সকল সিমের প্রয়োজনীয় কোড

সকল সিমের প্রয়োজনীয় কোড শীর্ষক আর্টিকেলটি বর্তমান নেটওয়ার্কিং এর যুগে খুবই প্রয়োজনীয়।আমরা স্বাভাবিকভাবেই নিজের সিমের নম্বরটাই ভুলে যায়।কীভাবে সেটা কোডের মাধ্যমে আনতে হয় তাও ভুলে যায়।হঠাৎ করে কোনো সিমের ব্যালেন্স বা ডাটা চেক করতে হলে আমরা হিজিবিজি অবস্থায় পরে যায়।তাছাড়া মোবাইল নিয়ে কোন সমস্যায় পড়লে সিমের হেল্পলাইন নম্বরও খুজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়।আবার দেখা যায়,অনেকসময় মোবাইলে টাকা রিচার্জ করার পর ব্যালেন্স চেক করলে দেখা যায় ব্যালেন্স শূণ্য,অথচ টাকা কাটার মতো কোনো কাজই কিন্তু করিনি।অবাক বিষয় হচ্ছে এটাই।আমরা মাঝেমাঝে জেনে বা না জেনে অনেক সার্ভিস চালু করি,যেগুলোকে Value Added Service বা Vas বলে এবং এইসব অপ্রয়োজনীয় সার্ভিসসমূহই মূলত টাকা কেটে নেই।তাই আজ আমি কীভাবে নিজ নম্বর,ব্যালেন্স, ডাটা চেক করার কোডসমূহ, হেল্পলাইন নম্বরসমূহ এবং কীভাবে অপ্রয়োজনীয় সার্ভিসমূহ বন্ধ করা যায় তা নিয়ে হাজির হয়েছি।সকল সিমের প্রয়োজনীয় কোড শীর্ষক এই আর্টিকেলে বাংলাদেশের জনপ্রিয় ৫টি সিমের প্রয়োজনীয় কোড তুলে ধরা হল।চলুন শুরু করা যাক-

উল্লেখ্য যে, বাংলাদেশের জনপ্রিয় সিম অপারেটর কোম্পানিগুলো  হচ্ছে রবি,এয়ারটেল,গ্রামীণফোন,বাংলালিংক,টেলিটক।মূলত এই সিমগুলোই বর্তমানে সবচেয়ে ব্যবহার করা সিম কোম্পানি।

রবি সিমের সকল প্রয়োজনীয় কোডঃ

রবি আজিয়াটা লিমিটেড হচ্ছে বাংলাদেশের ২য় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান।নিচে রবি সিমের সকল কোড তুলে ধরা হলঃ

  • রবি নাম্বার দেখার কোড-*2#
  • রবি ব্যালেন্স চেক-*1#
  • রবি এমবি চেক-*3#
  • রবি কাস্টমার কেয়ার নাম্বার-121 অথবা 01019400400         
  • রবি সিমে অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করার কোড-*9#  

এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড

এয়ারটেল রবি আজিয়াটা লিমিটেডের একটি অনুমতিপ্রাপ্ত ব্র্যান্ড।এয়ারটেল ও রবি যৌথভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাছে।নিচে এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড তুলে ধরা হলঃ 

  • এয়ারটেল নাম্বার দেখার কোড-*2#
  • এয়ারটেল ব্যালেন্স চেক-*1#
  • এয়ারটেল  এমবি চেক-*3#
  • এয়ারটেল কাস্টমার কেয়ার নাম্বার-121 অথবা 01678600786 
  • এয়ারটেল সিমে অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করার কোড-*9#

জিপি সিমের সকল প্রয়োজনীয় কোড

গ্রামীণফোন নরওয়েভিত্তিক কোম্পানি টেলিনর এর জিএসএম ভিত্তিক একটি মুঠোফোন নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি যা বাংলাদেশে টেলিযোগাযোগ সেবা প্রদান করে থাকে।নিচে জিপি সিমের সকল প্রয়োজনীয় কোড তুলে ধরা হলঃ

  • গ্রামীণফোন নাম্বার দেখার কোড-*2#
  • গ্রামীণফোন ব্যালেন্স চেক-*566#
  • গ্রামীণফোন এমবি চেক-*566*10#
  • গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার-01700100121 অথবা 01711594594
  • গ্রামীণফোন সিমে অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করার কোড-*121*6*1#

বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোডঃ

বাংলালিংক হচ্ছে নেদারল্যান্ডসের ভিওন এর মালিকানাধীন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জিএসএম ভিত্তিক মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান।নিচে বাংলালিংক  সিমের সকল প্রয়োজনীয় কোড তুলে ধরা হলঃ 

  • বাংলালিংক নাম্বার দেখার কোড-*511#
  • বাংলালিংক  ব্যালেন্স চেক-*124#
  • বাংলালিংক  এমবি চেক-*5000*500#
  • বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার-01911304121
  • বাংলালিংক সিমে অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করার কোড-*121*7*1*2*1#

টেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড

টেলিটক বাংলাদেশের একমাত্র সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন এবং সরকারি মালিকানাধীন মোবাইল ফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান।নিচে টেলিটক  সিমের সকল প্রয়োজনীয় কোড তুলে ধরা হলঃ

  • টেলিটক নাম্বার দেখার কোড-*551#
  • টেলিটক ব্যালেন্স চেক-*152#
  • টেলিটক এমবি চেক-*152#
  • টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার-121 অথবা 01500121121    
  • টেলিটক অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করার কোড- STOP ALL লিখে 335 নম্বরে এসএমএস করতে হবে।  

স্কিটো সিমের সকল প্রয়োজনীয় কোডঃ

স্কিটো সিম হচ্ছে গ্রামীণফোনের অন্তর্ভুক্ত ডিজিটাল সিম।নিচে স্কিটো  সিমের সকল প্রয়োজনীয় কোড তুলে ধরা হলঃ
  • স্কিটো নাম্বার দেখার কোড-*2#
  • স্কিটো ব্যালেন্স চেক-*121#
  • স্কিটো এমবি চেক-*121#
  • স্কিটো কাস্টমার কেয়ার নাম্বার-121 অথবা 01701000121    


Read More:

Next Post Previous Post