জালাল উদ্দিন রুমির বিখ্যাত কিছু উক্তি

যখন আমরা প্রত্যাশা,হিসাব আর চুক্তি ব্যতীত কাউকে ভালবাসি; তখনই আমরা প্রকৃত অর্থে জান্নাতে বাস করি।
জালাল উদ্দিন রুমির বিখ্যাত কিছু উক্তি

 

Jalal Uddin Rumi Best Quotes

১২০৭ খ্রিষ্টাব্দে আনাতোলিয়ার বালখ শহরে জন্মগ্রহণ করেন এক ফুটফুটে শিশু,নাম জালাল উদ্দিন রুমি। ১৩ শতকের একজন কবি,আইনজ্ঞ,ইসলামিক ব্যক্তিত্ব,অতীন্দ্রিয়বাদী এবং সুফি ছিলেন রুমি।তার লেখা “মসনবী”কে ফার্সি ভাষায় লেখা সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে গণ্য করা হয়।তিনি মানুষের হৃদয়ে তার লেখার মাধ্যমে জায়গা করে নিয়েছেন।তার প্রতিটি লেখা যেন মানষের হৃদয়ের প্রতিটি স্পন্দনের অনুবাদ,হৃদয়ের ভাষা।অধ্যাপক নিকলসন এর মতে,

রুমির কবিতার রস গ্রহণ করতে হলে আখ্যান,কথোপকথন,ধর্মবিষয়ক বক্তব্য,কোরআনের অংশ,দার্শনিক তত্ত্ব অতিক্রম করতে হবে।



নিম্নে জালাল উদ্দিন রুমির বিখ্যাত কিছু উক্তি দেওয়া হলো- 


কোনটা ভালো আর কোনটা মন্দ?

এই দুইয়ের মাঝে রয়েছে আরেকটি জগৎ।

আমি তোমার সাথে সেখানেই দেখা করবো প্রিয়।



যখন আমরা প্রত্যাশা,হিসাব আর চুক্তি ব্যতীত কাউকে ভালবাসি;

তখনই আমরা প্রকৃত অর্থে জান্নাতে বাস করি।


বিশ্বব্রহ্মান্ডের সবচেয়ে সুন্দর জায়গা হলো

তোমার হৃদয়ের গভীরতম স্থান,

যেথা হতে জীবনের সূত্রপাত হয়।



যে তোমাকে সত্যিই হৃদয় দিয়ে ভালবাসবে,

সে তোমাকে সব রকম বন্ধন থেকে মুক্ত রাখবে।


যে প্রেম শুধু রঙ ও রুপের ভিত্তিতে হয়,

বস্তুত তা প্রেম নয়।

কারণ,তার শেষ পরিণাম হয়

শুধুই লজ্জা ও অনুতাপ।


শুধু ভালবাসা খোঁজাই তোমার কাজ নয়,

সেই সাথে ঐ জিনিসগুলাও তোমার খুজে বের করা দরকার,

যেগুলো ভালবাসা থেকে তোমাকে দূরে রাখে।



যখন তুমি ছেড়ে দিবে ধূর্ততা ও চাতুর্য,

তখনই হবে তুমি প্রকৃত কুশলী।


একটা নিখুঁত প্রেমের সৌন্দর্য এখানেই

হৃদয় ভরা কথা ৷

তবু বলি না কিছু।

খুবই অদ্ভুত!

আমার তৃষ্ণা মেটানোর জন্য

সবকিছুই প্রস্তুত,বিশুদ্ধ পানির ধারা

বয়ে যাচ্ছে সামনে দিয়ে,তবু

পানের জন্য পড়িনি ঝুকে।


ভালবাসা সবচেয়ে প্রাচীন রহস্যের একটি

যাতে লুকানো একটুখানি আশা।

যে-সমস্ত শ্রুতিমধুর কথা একজন অপরজনকে বলি

সেগুলি লুকিয়ে রাখা আছে,বেহেস্তের গোপন হৃদয়ে

একদিন বৃষ্টির মতোই

ভালবাসার কাহিনীগুলো

ঝরবে সারা পৃথিবীর উপরে।


শরীর ও আত্মা ছড়িয়ে গেছে সীমানা

নতুন করে বাস করি প্রিয়তম মাঝে।

জলের কণাকে যেতে দাও,

মিশতে দাও সমুদ্রে,

যেখান থেকে তা এসেছে।


ভালবাসার রান্নাঘরে,

ফালি ফালি হয় সৌন্দর্য

প্রকৃত প্রেমিক ভয় পায় না মৃত্যু

যারা মরে না ভালবাসার জন্য

তারাই আসল মৃত।


আমি খ্রিষ্টান নই,নই মুসলিম

বৌদ্ধ নই,নই ইহুদি

নই পুবের,নই পশ্চিমের

দরিয়াতেও নেই কোনো নিবাস।



ভাষাকে থামাও এখন

খুলে দাও তোমার বুকের মাঝখানের জানালা

আত্মা উড়ে বেড়াক সর্বত্র।



ভেবে দেখ,যা কিছুই তুমি ভালবাসো

যা কিছু খোঁজো-তুমি তাই।



কণ্ঠকে নয়,শব্দকে তুলে ধর

মনে রেখো-ঝড় নয়,

বৃষ্টিতেই ফুল বেড়ে উঠে।

গতকাল আমি বুদ্ধিমান ছিলাম,

তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম।

কিন্তু আজ আমি জ্ঞানী,

তাই নিজেকে বদলে ফেলতে চাই।


স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে।

তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম।


যদি তুমি চাঁদের প্রত্যাশা কর,তবে রাত থেকে লুকিয়ো না,

যদি তুমি গোলাপ আশা কর,তবে তার কাঁটা থেকে পালিয়ো না,

যদি তুমি প্রেমের প্রত্যাশা কর,তবে আপন সত্ত্বা থেকে হারিও না।



প্রেম কোনো জ্ঞান বা বিজ্ঞান নয়,

বই বা কাগজ নয়।

অন্যেরা যা বলে তা

কখনোই প্রেমের পথ হতে পারে না।


 

আমাদের জীবনের অর্ধেককাল কেটে যায়

অন্যকে মুগ্ধ করার প্রচেষ্টায়,

বাকি অর্ধেক কাটে

অন্যের দেয়া দুশ্চিন্তার ভারে।

 


সবাই আমার হলো আপন

নিলাম যাদের আপন করে

সকলেই মোর বাহির দেখে

মোর অন্তর রইলো একা পড়ে।


 

তোমার হৃদয় অন্য কিছুকে দিও না

কেবল যাঁদের ভালবাসা নির্মল আনন্দময় তাঁদের ছাড়া।

 


তুমি যদি ভালবাসার প্রেমিক হও

এবং ভালবাসা সন্ধান করো,

তবে একটি তীক্ষ্ণধার ছুরিকা নিয়ে

লজ্জার কণ্ঠচ্ছেদ করো।


পরবর্তীতে জালাল উদ্দিন রুমির আরো বিখ্যাত উক্তি যুক্ত করা হবে।


Read More:  


Post a Comment

Please don't share any link.
© Bihongom . All rights reserved. Developed by Jago Desain