সব সিমের মিসড কল এলার্ট সার্ভিস

সকল সিমের মিসড কল এলার্ট সার্ভিস,ইমার্জেন্সী লোন,ব্যালেন্স ট্রান্সফারের কোডসমূহ।all sim missed call alert service, emergency loan, balance transfer bd
সব সিমের মিসড কল এলার্ট সার্ভিস

মিসড কল এলার্ট সার্ভিস

আমাদের অনেকসময় মিসড কল এলার্ট সার্ভিস নিয়ে ঝামেলায় পড়তে হয়। ভূলে মিসড কল এলার্ট সার্ভিস চালু করলে বন্ধ করা নিয়েও সমস্যা।তাই আজ মিসড কল এলার্ট সমস্যা  নিয়ে হাজির হয়েছি।যদি মিসড কল এলার্ট সার্ভিস সম্পর্কে না জেনে থাকেন, তাহলে প্রথমে সে সম্পর্কে জেনে নিই।চলুন শুরু করা যাক-


মিসড কল এলার্ট সার্ভিস কি?

কোনো কারণে আপনি যদি কোনো কল মিস করে থাকেন তাহলে আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।আর এই সার্ভিসটির নাম মিসড কল এলার্ট সার্ভিস।অর্থাৎ আপনি যদি ফোন সুইচ অফ থাকায় বা ফোন নেটওয়ার্কের বাইরে থাকায় কোনো ফোন কল মিস করে থাকেন,তাহলে সিমের মিসড কল এলার্ট সার্ভিস আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দিবে মিস হয়ে যাওয়া কলগুলোর তথ্য।এভাবেই এসএমএস এর মাধ্যমে মিস হওয়া কলের তথ্য জানিয়ে দেওয়ার প্রযুক্তিই হল মিসড কল এলার্ট সার্ভিস। বাংলাদেশের সব সিমে মিসড কল এলার্ট 
সার্ভিস সুবিধা আছে।

মিসড কল এলার্ট সার্ভিস চালু ও বন্ধ করার উপায়ঃ

সকল সিমের মিসড কল এলার্ট সার্ভিস চালু ও বন্ধ করার উপায়সমূহ জেনে নিই-

রবি মিসড কল এলার্ট সার্ভিসঃ

  • রবি মিসড কল এলার্ট সার্ভিস চালু করতে-*28272*11#
  • রবি মিসড কল এলার্ট সার্ভিস বন্ধ করতে-*28272*2#

এয়ারটেল মিসড কল এলার্ট সার্ভিসঃ

  • এয়ারটেল মিসড কল এলার্ট সার্ভিস চালু করতে-*28272*11#
  • এয়ারটেল মিসড কল এলার্ট সার্ভিস বন্ধ করতে-*28272*2#

গ্রামীনফোন মিসড কল এলার্ট সার্ভিসঃ

  • গ্রামীনফোন মিসড কল এলার্ট সার্ভিস চালু করতে-*121*6*3*1#
  • গ্রামীনফোন মিসড কল এলার্ট সার্ভিস বন্ধ করতে-*121*6*3*2#

বাংলালিংক মিসড কল এলার্ট সার্ভিসঃ 

  • বাংলালিংক মিসড কল এলার্ট সার্ভিস চালু করতে-*22622#
  • বাংলালিংক মিসড কল এলার্ট সার্ভিস বন্ধন করতে-*22622#

টেলিটক মিসড কল এলার্ট সার্ভিসঃ 

  • টেলিটক মিসড কল এলার্ট সার্ভিস চালু করতে- START MCA লিখে 22455 নম্বরে এসএমএস করতে হবে।
  • টেলিটক মিসড কল এলার্ট সার্ভিস বন্ধ করতে- STOP MCA লিখে 22455 নম্বরে এসএমএস করতে হবে।

Read More: 

Post a Comment

Please don't share any link.
© Bihongom . All rights reserved. Developed by Jago Desain